ব্যোমকেশ যুদ্ধের দামামা বাজল টলিউডে! একদিকে শুট শেষের খবর, একদিকে লুকের
চরিত্র এক, গল্প এক, লোকেশন এক, সবটাই এক, কেবল অভিনেতা এবং পরিচালক আলাদা। আর শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা এই দুর্গ রহস্য গল্প নিয়েই টলিউডে বাজল যুদ্ধের দামামা। নিজ নিজ সৈন্য নিয়ে সমুখ সমরে নেমে পড়েছেন সৃজিত মুখোপাধ্যায় এবং বিরসা দাশগুপ্ত। আর তার প্রথম আভাস মিলল ১৮ জুন, রবিবার।
রবিবার বিরসা প্রথমে দেবের একটি ছবি পোস্ট করেন ব্যোমকেশ হিসেবে। হাসি মুখে মাথা নিচু করে গোধূলি বেলায় এক হ্রদের ধারে দাঁড়িয়ে ব্যোমকেশ দেব। ঠিক করছেন চশমা। এই ছবি পোস্ট করে পরিচালক লেখেন ‘আপনাদের প্রিয় ব্যোমকেশ আর তার ভুবনভোলানো হাসি’।
অন্যদিকে দেবকেও এই ছবি থেকে তাঁর লুক শেয়ার করতে দেখা যায়। তিনি অন্য একটি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তাঁকে হাতে খাতা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। মুখ গম্ভীর। এই ছবি পোস্ট করে অভিনেতা এবং একই সঙ্গে এই ছবির প্রযোজক দেব লেখেন, ‘হ্যালো ব্যোমকেশ, শীঘ্রই দেখা হচ্ছে।’
কেবল বড় পর্দার ব্যোমকেশের আপডেট মিলল যে এদিন মোটেই এমনটা নয়। সৃজিত মুখোপাধ্যায় এদিন জানালেন তাঁদের ব্যোমকেশ ও দুর্গ রহস্য সিরিজের শুটিং শেষ। তিনি অনির্বাণ এবং রাহুলের সঙ্গে একটি ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘আমার ব্যোমকেশ আর অজিতের শুটিং শেষ হল। অনির্বাণ ভট্টাচার্য এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ঠিক কী বলে বোঝানো যাবে না।’ তিনি এই দুই অভিনেতার প্রশংসা করে লেখেন, ‘ওরা নিজেদের জান প্রাণ লাগিয়ে দিয়েছে এই চরিত্র দুটোকে প্রানবন্ত করে তোলার জন্য। নিজেদের মতো কিছু বদল করেছে, আলাদা চার্ম এনেছে গোটা বিষয়েই। ওদের কেমিস্ট্রি সত্যিই অসাধারণ। না দেখলে বোঝা যাবে না।’
তবে কি এই ভাবেই দুই ব্যোমকেশ শিবিরে যুদ্ধের দামামা বাজল? কেউ কাউকে বিন্দুমাত্র জমি ছাড়বে না যে সেটা স্পষ্ট। প্রসঙ্গত বড় পর্দার জন্য সৃজিতের ব্যোমকেশ পরিচালনা করার কথা ছিল। কিন্তু তিনি সেখানে ব্যোমকেশ হিসেবে দেবকে চাননি। তাঁর পছন্দ ছিল অনির্বাণকে। প্রযোজনা সংস্থা রাজি না হওয়ায় তিনি সরে আসেন প্রজেক্ট থেকে। এবং নিজের মতো এই ওয়েব সিরিজ বানান একই গল্পে। অন্যদিকে তখন বড় পর্দার ব্যোমকেশের আসনে বসেন বিরসা দাশগুপ্ত।
For all the latest entertainment News Click Here