ব্যোমকেশ নিয়ে লড়াই অতীত! ফের এক হলেন দেব-সৃজিত, ‘খেলা হবে’ হুংকার পরিচালকের
দুর্গ দখলের লড়াই জমে উঠেছে দুই ব্যোমকেশের। টলিপাড়ায় জোর গুঞ্জন ‘ব্যোমকেশ’ নিয়ে দেব-সৃজিতের ঠাণ্ডা লড়াই জমে উঠেছে। দেবকে ব্যোমকেশ হিসাবে নাকোচ করেন সৃজিত। জানিয়ে দেন অনির্বাণ ভট্টাচার্যকে ছাড়া ব্যোমকেশ করবেন না। ‘নিজের শর্তে’ টলিউডের সবচেয়ে বড় প্রযোজনা সংস্থার জন্য ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ তৈরি করছেন সৃজিত, ওটিটিতে মুক্তি পাবে সেই সিরিজ। অন্যদিকে ১১ অগস্ট ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ নিয়ে বড় পর্দায় হাজির হবেন দেব। পরিচালনায় বিরসা দাশগুপ্ত। ‘ব্যোমকেশ’ নিয়ে তরজা জারি থাকার মাঝেই দেব জানিয়ে দেন তিনি সৃজিতের সিরাজ-উদ-দৌল্লা হচ্ছেন না। তবে ভবিষ্যতে সৃজিতের সঙ্গে কাজ করবার প্রসঙ্গ জিইয়ে রেখেছিলেন নায়ক।
বৃহস্পতিবার সন্ধ্যায় বড় ঘোষণা সারলেন দেব। সব জল্পনা-কল্পনায় জল ঢেলে সৃজিতকে পাশে নিয়ে ছবি দিলে নায়ক। সঙ্গে জানিয়ে দিলেন- ‘অবশেষে ফাইনাল… আমরা আসছি ২০০৪ সালে।’ ব্যাস, এইটুকু ঘোষণাতে হইচই সোশ্যাল মিডিয়ায়। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের অফিসে তোলা সেই ছবি। একটি ছবিতে নায়ক ও পরিচালকের দেখা মিলল, আর অন্যদিকে নিজের লেডি লাভ রুক্মিণীকে সঙ্গে নিয়ে ছবি তুললেন দেব। তাহলে ইঙ্গিত স্পষ্ট, দেবের প্রযোজনায় ছবি করছেন সৃজিত। আর সেই ছবিতে ফের একবার জুটিতে দেব-রুক্মিণী। যদিও এই নিয়ে বিস্তারিত কিছুই জানাননি দেব।
ছবিতে একদম ক্যাজুয়াল লুকে দেখা মিলল দেবের। জলপাই রঙা টি-শার্ট আর প্য়ান্টে দেব। কালো টি-শার্ট আর ডেনিমে ধরা দিলেন সৃজিত। দুজনের মধ্যমণি রুক্মিণীর পরনে কালো-সাদা দু-পিস।
এর আগে সৃজিতের পরিচালনায় ‘জুলফিকার’ ছবিতে অভিনয় করেছেন দেব। তারপর থেকেই ফের একবার এই জুটিকে একসঙ্গে দেখতে উৎসাহী ছিল বাংলার সিনেপ্রেমীরা। অবশেষে সেই অপেক্ষায় ইতি।
প্রসঙ্গত, ১লা জুলাই মুক্তি পেয়েছে দেবের ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’-এর প্রি-টিজার। যার কয়েকঘন্টার মধ্যে সৃজিত প্রকাশ্য়ে আনেন তাঁর পরিচালনায় তৈরি ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ সিরিজের ফার্স্ট লুক পোস্টার। এ যেন ঠিক ‘বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী’। ব্যোমকেশের প্রচারে সৃজিত বারবার উল্লেখ করেছেন ‘নিজের শর্তে’ শব্দবন্ধ। ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’-র প্রথম ঝলক শেয়ার করে দেব লেখেন- ‘আমাদের কোনও টার্মস অ্যান্ড কন্ডিশনস নেই, শুধু একটা আবদার আছে – যদি ভাল লাগে তাহলে অবশ্যই জানাবেন আর নিজের পরিচিত দের সঙ্গে শেয়ার করবেন। ব্যোমকেশ এর পুরো টিম অনেক পরিশ্রম করেছে, আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের খুব ভাল লাগবে।’ সৃজিতকে খোঁচা দিয়েই এ কথা লিখেছিলেন দেব, দাবি নিন্দকদের। তবে মাত্র ৫ দিনের ব্যাবধানে পুরো ছবিই বদলে গেল।
এদিন দেবের সঙ্গে নতুন শুরুর ঘোষণা সেরে সৃজিত লেখেন- ‘খেলা হবে’। সৃজিত এখন বেজায় ব্যস্ত, ‘ব্যোমকেশ’-এর শ্যুটিং শেষ করে ‘দশম অবতার’-এর প্রি-প্রোডাকশন শুরু করেছেন। পুজোয় মুক্তি পাবে এই ছবি। এছাড়াও জাতীয় স্তরের ওটিটি প্ল্যাটফর্মের জন্য শার্লক হোমসের ভারতীয় সংস্করণ বানানোর কথা তাঁর।
অন্যদিকে স্বাধীনতা দিবসে ব্যোমকেশ হয়ে ধরা দেবেন দেব, এরপর পুজোয় আসছেন ‘বাঘাযতীন’ নিয়ে। ক্রিসমাসে সৌমিতৃষার সঙ্গে জুটি বেঁধে রুপোলি পর্দায় ‘প্রধান’ নিয়ে আসবেন দেব। ছবিতে থাকছেন পরাণ বন্দ্যোপাধ্যায়ও।
For all the latest entertainment News Click Here