ব্যোমকেশ নিয়ে এত চিন্তিত কেন অনির্বাণ?
ফের ওয়েব মাধ্যমে আসছেন ব্যোমকেশ। আবারও গোয়েন্দার চরিত্রে ধরা দেবেন অনির্বাণ ভট্টাচার্য। প্রকাশ্যে এল এই সিরিজের পোস্টার। হইচইতে দেখা যাবে এই সিরিজ।
হইচইয়ে মুক্তি পাচ্ছে ব্যোমকেশের সিজন ৮। এবারের সিরিজে উঠে আসবে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা চিড়িয়াখানা গল্প। এই গল্পের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে ব্যোমকেশ ও পিঁজরাপোল। এর আগে সাতটি সিজন হয়ে গিয়েছে। সপ্তম সিজনে দেখা গিয়েছিল চোরাবালি গল্পের উপর ভিত্তি করে তৈরি হওয়া কাজ। সেই সিজনে দুটো পর্ব ছিল। সৌমিক হালদারের পরিচালনায় তৈরি হয় সেই সিজন। এরপর প্রায় দেড় বছর পর আসছেন ব্যোমকেশ অনির্বাণ এবং সত্যবতী ঋদ্ধিমা ঘোষ।
হইচইয়ের তরফে যে পোস্টার পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেখানে অনির্বাণকে একটি পেস্তা রঙের শার্ট এবং কালো প্যান্ট পরে পকেটে হাত রেখে চিন্তিত মুখে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। তাঁর সামনে রয়েছে একটি ফাঁকা চেয়ার। পিছনের দেওয়ালে ঝুলছে একটি ফটো ফ্রেম। এই ছবি পোস্ট করে লেখা হয় ‘নতুন সিজন নতুন রোমাঞ্চ, নতুন রহস্য আর নতুন রূপে আমাদের প্রিয় সত্যান্বেষী!’
একই সঙ্গে এই পোস্ট থেকে জানা গিয়েছে এই সিরিজটি আগামী মাস, অর্থাৎ এপ্রিল থেকে দেখা যাবে। কিন্তু কবে সেই ডেট প্রকাশ্যে আসেনি। তবে মুখ্য ভূমিকায় অনির্বাণ ছাড়াও দেখা যাবে ভাস্বর চট্টোপাধ্যায়, ঋদ্ধিমা ঘোষ, অয়ন সিল, অনুষ্কা চক্রবর্তী, সুমন্ত রায়, প্রমুখকে। এই সিরিজের পরিচালনা করেছেন সুদীপ্ত রায়। এসভিএফের প্রযোজনায় আসছে এই ছবি।
এই সিরিজে কেবল অভিনয় নয়, অনির্বাণ ক্রিয়েটিভ ডিরেক্টরের দায়িত্ব পালন করবেন।
আপাতত অভিনেতাকে সদ্য মুক্তি পাওয়া মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিতে দেখা যাচ্ছে। সেখানে তিনি রানি মুখোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করছেন। ছবিটি দর্শকদের থেকে ব্যাপক সাড়া পাচ্ছে।
For all the latest entertainment News Click Here