‘ব্যোমকেশ’ দেবের সাথে একমঞ্চে সৃজিত-অনির্বাণ, দুর্গ রহস্য়ের ট্রেলার লঞ্চে মহাচমক
মেলালেন তিনি মেলালেন! অসাধ্য সাধনে সবসময়ই এগিয়ে দেব। এবারও অনথ্যা হল না। বৃহস্পতিবার মুক্তি পেল দেবের আসন্ন ছবি ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’-এর ট্রেলার। আর ট্রেলার লঞ্চের ইভেন্টে একজোট টলিপাড়ার দুই ব্যোমকেশ শিবির। গত কয়েক মাসের দ্বন্দ্ব, সমালোচনা, রেষারেষি ভুলে দেবের হয়ে গলা ফাটালেন সৃজিত-সোহিনি-অনির্বাণরা।
শরদিন্দু বন্দ্যোপাধ্যয়াের ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য়’কে বড় পর্দায় নিয়ে আসছেন দেব। প্রথমবার ব্য়োমকেশের চরিত্রে টলিউড সুপারস্টার। সেই নিয়ে কম কটূক্তি শুনতে হয়নি দেবকে। ব্যোমকেশ হিসাবে দেবকে না-পসন্দ করা সৃজিত ট্রেলার লঞ্চের মঞ্চে দাঁড়িয়ে প্রশংসা করলেন দেবের। তবে ‘নিজের শর্ত’ থেকে সরে না আসবার কারণও দর্শালেন পরিচালক। এদিন ট্রেলার লঞ্চে ধরা পড়ল ক্রস কানেকশন! ‘ব্যোমকেশ’ দেবের পাশে ‘সত্য়বতী’ সোহিনী, রুক্মিণী দাঁড়ালেন অনির্বাণের পাশে।
বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘ব্য়োমকেশ ও দুর্গ রহস্য’ মুক্তি পেতে চলেছে ১১ অগস্ট। ট্রেলারের শুরুতেই ধরা পড়ল সংসারী ব্যোমকেশের ঝলক। অন্তঃসত্ত্বা স্ত্রীর দেখভালে ব্যস্ত তিনি, হবু সন্তানের জন্য ধূমপান পর্যন্ত ছেড়েছেন (এটা যদিও শরদিন্দুর ব্যোমকেশের অংশ নয়)। পরের ধাপেই উঠে এল সত্য়ান্বেষীর আসল রূপ। দুর্গের ভিতর লুকিয়ে রহস্য়ের ঘনঘটা। সর্প দংশনে মৃত্যু হরিপ্রিয়ার কিন্তু সত্যি কি তাই? দুর্গ হাতানোর লড়াই সঙ্গে গুপ্তধন প্রসঙ্গ। সবমিলিয়ে জমজমাট ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য়’।
‘দশম অবতার’-এর শ্যুটিং ছেড়ে দেবের ছবির ট্রেলার লঞ্চের আসরে সৃজিত। তিনি জানান, ‘ট্রেলারটা আমার দুর্দান্ত লেগেছে, শরদিন্দু বাবুর দুর্গরহস্য এমন সিনেমাটিক ট্রিটমেন্ট ডিভার্ব করে। দেবের লার্জার দ্যান লাইফ ইমেজটা এই ছবিকে লাজার দ্যান লাইফ করে তুলেছে’। অথচ মাসখানেক আগে সৃজিতই দেবকে ‘ব্য়োমকেশ’ হিসাবে মানতে রাজি ছিলেন না। সৃজিতের কথায়, একটামাত্রই ব্যোমকেশ পরিচালনা করবেন তিনি, এমনটা শুরু থেকেই ভেবে রেখেছিলেন। আর সেই ব্যোমকেশ যখন লিখেছেন তখন অনির্বাণকে ভেবেই লিখেছেন। পরিচালক জানান, ‘আমি যখন লিখেছিলাম তখন অনির্বাণকে ভেবে লিখেছিলাম। আমি অত সহজে মুখ চেঞ্জ করতে পারি না। এটা হতেই পারে অন্য কেউ তার থেকে অনেক ভালো করল, কিন্তু আমি চেঞ্জ করতে পারি না এইটুকুই বলব’।
এদিন দেবের পাশে বসে সৃজিতের ‘সত্যবতী’ সোহিনী জানালেন-রুক্মিণীকে সত্য়বতী হিসাবে কাস্ট করবার কথা দেবকে শুরুতেই জানিয়েছিলেন তিনি। দেবও সম্মতি প্রকাশ করেন। ‘মোটা’ অজিত অম্বরীশের কথায়- ‘আমি ফাটিয়ে দিয়েছি, সেই ভয়েই বোধহয় রাহুল আজ এখানে আসেনি’। প্রসঙ্গত, সৃজিতের ব্যোমকেশে অজিতের ভূমিকায় রয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।
‘ব্যোমকেশ’-এর চরিত্রে অভিনয় করছেন দেব, এমনটা শুনেই ট্রোল আর্মি উঠেপড়ে লেগেছিল তাঁকে কটাক্ষ করতে। সমালোচনা প্রসঙ্গে দেব জানান, ‘এই মঞ্চে শ্রীকান্ত মোহতা রয়েছেন, যিনি আমাকে শুরুর দিন থেকে চেনেন। বিরসার সঙ্গেও আমি আগে কাজ করেছি। এরা জানে আমি রিস্ক নিতে কতটা ভালোবাসি। আমি এই ব্যোমকেশ নিয়ে শুরু থেকেই ভয়ে ছিলাম। কারণ আমি আকাশ-পাতাল এক করে দিলেও মানুষ এই ব্যোমকেশ নিয়ে সমালোচনা করবেই। তবে আমি বিশ্বাস করি সবকিছু কঠিন হতে পারে কিন্তু অসম্ভব নয়। রোজ সকালবেলা খুব থেকে উঠে আমি এই কথাই বলি। ভালো-হোক খারাপ হোক আমি নিজের মতো করে চেষ্টা করেছি’।
ব্যোমকেশ নিয়ে রফা আগেই হয়েছে দুই শিবিরে। সৃজিতের ‘দুর্গে রহস্য’র মুক্তি পিছিয়েছে। ওটিটি প্ল্যাটফর্মে এই সিরিজ মুক্তি পাবে দুর্গা পুজোয়।
For all the latest entertainment News Click Here