ব্যালেরিনা প্রশিক্ষণের সময় পায়ে চোট? কেঁদে ভাসাচ্ছেন সুহানা
বলিউডের বাদশা শাহরুখ খানের মেয়ে বলে কথা! হামেশাই লাইমলাইটে থাকেন সুহানা খান। তাঁর প্রতিটা পদক্ষেপ লেন্সবন্দি করেন পাপারাৎজ্জি। গত ২২ মে, ২৩ বছরে পা রেখেছেন এই স্টার কিড। কিছু দিন আগেই নামী প্রসাধনী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন তিনি। বলিউডে তাঁর পা রাখা সময়ের অপেক্ষা।
সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয় সুহানা। তাঁর প্রতিটা ছবি এবং ভিডিয়ো ঝড়ের গতিতে ভাইরাল হয় নেটদুনিয়ায়। ব্যক্তিগত জীবনের ঝলক তুলে ধরেও প্রায়শই ইনস্টায় পোস্ট করেন এই স্টার কিড। বলিউডে পা রাখার আগে নিজেকে রীতিমতো ঘষে মেজে নিচ্ছেন সুহানা। করছেন কঠোর পরিশ্রম। আরও পড়ুন: বিয়ে সারলেন সোনালি সেহগল, দুর্দান্ত সব ছবি দেখে মনে হচ্ছে রূপকথার জগত
ইনস্টাগ্রাম স্টোরিতে ব্যালেরিনা জুতো পরে ছবি শেয়ার করেছেন শাহরুখ কন্যা। ছবি শেয়ার করে লিখেছেন, ‘ওহ’। সঙ্গে জুড়ে দিয়েছেন কান্নার ইমোজি। ছবি দেখে বোঝা যাচ্ছে ব্যালোরিনা প্রশিক্ষণ করতে গিয়ে পায়ে জখন হয়েছে সুহানার। নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।
ছবি দেখে স্পষ্ট, কঠোর পরিশ্রম করছেন সুহানা। ব্যালেতে নাচ মূকাভিনয়, অভিনয় এবং সঙ্গীতের সমন্বয়ে শিল্প সৃষ্টি। ব্যালে একক ভাবে বা অপেরার অংশ হিসেবে উপস্থাপন করা হয়। অভাবনীয় শারীরিক কৌশলের সঙ্গে সঙ্গীতের এক অপূর্ব মিলন দেখা যায় ব্যালেতে। বিশেষ করে পায়ের কাজ থাকে এই নাচে বেশি।
শাহরুখ খান এবং গৌরী খানের মেজ সন্তান সুহানা খান। ছোট থেকেই নাকি তাঁর অভিনেত্রী হওয়ার শখ। নিউইয়র্কে টিস স্কুল অফ আর্টসে পড়াশোনা করে এখন ভারতেই থাকেন সুহানা। পড়াশোনা শেষ করেই বলিউডে পা রাখার প্রস্তুতি নিয়ে ফেলেছে সে।
উল্লেখ্য, জোয়া আখতারের ‘দ্য আর্চিসে’র মাধ্যমে বলিউডে অভিষেক হতে চলেছে সুহানার। ছবির শ্যুটিং শেষ করলেও এখনও মুক্তি পায়নি সেই ছবি। এই ছবি দিয়েই বলিউডে ডেবিউ করবেন শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর এবং অমিতাভের নাতি ও শ্বেতা বচ্চনের ছেলে অগস্ত্য নন্দা। স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি। ছবিটির প্রথম পোস্টার এবং টিজার ইতিমধ্যেই মুক্তি পেয়ে গিয়েছে।
For all the latest entertainment News Click Here