ব্যালেন্স, মাধেভেরের হাত ধরে ডাচদের তৃতীয় ODI-এ হারিয়ে সিরিজ জয় জিম্বাবোয়ের
শুভব্রত মুখার্জি: শনিবার তৃতীয় ওয়ানডেতে সাত উইকেটের সহজ জয় তুলে নিল জিম্বাবোয়ে দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ জিতে সিরিজ জিতে নিল জিম্বাবোয়ে। এ দিন জিম্বাবোয়ের হয়ে অনবদ্য সূচনা করেন ওয়েলসি মাধভেরে এবং ক্রেগ আরভিন জুটি। মাধেভেরে একটি অর্ধশতরানের ইনিংস উপহার দেন। এর পর অপরাজিত অর্ধশতরান করে দলের জয় নিশ্চিত করেন প্রাক্তন ইংরেজ ক্রিকেটার তথা বর্তমানে জিম্বাবোয়ের হয়ে খেলা গ্যারি ব্যালেন্স।
আরও পড়ুন: প্লেয়াররা বাউন্ডারির সীমানা ঠিক করে না- WPL-এ মাঠের ছোট আয়তন বিতর্কে জবাব হরমনের
এই জয়ের ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ফলে জিতে নিল আয়োজক জিম্বাবোয়ে। গ্যারি ব্যালান্স ৭২ বলে ৬৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন।এ দিন জয়ের জন্য ২৩২ রান তাড়া করতে নেমে জিম্বাবোয়ে তাদের ওপেনিং জুটিতে ৯৬ রান তোলে। ৫০ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় তারা। প্রথম দুটি ম্যাচের দু’টিই গড়ায় শেষ ওভার পর্যন্ত। তবে এ দিন প্রথম থেকেই ম্যাচে রান রেটে এগিয়ে ছিল জিম্বাবোয়ে। আর হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবোয়ের হয়ে বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করেন সিকন্দর রাজা।
আরও পড়ুন: বুমরাহ, পন্ত, শ্রেয়স, জেমিসন- IPL শুরুর আগেই গুচ্ছ প্লেয়ারের চোট, সমস্যায় কোন কোন দল
ব্যালেন্সের অপরাজিত ৬৪ রানের ইনিংস সাজানো ছিল আটটি চারে। মাধেভেরে করেন ৫০ রান। ক্রেগ আরভিন করেন ৪৪ রান। শিন উইলিয়ামস ৪৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ডাচদের হয়ে এ দিন তাদের লেগ-স্পিনার শারিজ আহমেদ ৭১ রান দিয়ে নেন ২টি উইকেট।
ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস এ দিন টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন। ডাচদের হয়ে ম্যাক্স ওডাইড ৩৮ রান করেন। এ ছাড়া কলিন একারম্যান (৩৭) এবং এডওয়ার্ডস (৩৪) তাঁকে যোগ্য সঙ্গত দেন। জিম্বাবোয়ের হয়ে উইলিয়ামস ৪১ রান দিয়ে তিনটি উইকেট নেন।
For all the latest Sports News Click Here