‘ব্যাপারটা কাজ করছে!’ ধারাবাহিক হিট হওয়ার কোন ফর্মুলা প্রকাশ্যে আনলেন অমর
‘মোলকি’ শেষ হয়েছে এখনও এক বছর হয়নি তার মধ্যেই নতুন ধারাবাহিক নিয়ে ফিরছেন অমর উপাধ্যায়। মোলকি ধারাবাহিকের কারণে ব্যাপক খ্যাতি পেয়েছিলেন এই অভিনেতা। এবার তাঁকে দেখা যাবে একটি রোমান্টিক ধারাবাহিকে, নাম ‘কিউকি তুম হি হো’। এক মাঝ বয়সী লোক এবং একটি অল্প বয়সী মেয়ের প্রেমের গল্প ধরা পড়বে এই ধারাবাহিকে।
অমর উপাধ্যায়কে এই বছর ‘ভুল ভুলাইয়া ২’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে। বর্তমানে এই অভিনেতা একাধিক কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। তিনি সম্প্রতি নিজের নতুন প্রযোজনা সংস্থাও খুলেছেন, নতুন ধারাবাহিকের সঙ্গে সেটারও কাজ নিয়েও যথেষ্ট ব্যস্ত আছেন তিনি এখন। তাঁর এই নতুন ধারাবাহিকের প্রযোজনা করছে তাঁরই সংস্থা। নিজের কাজ থেকে, কেরিয়ার সব কিছু নিয়েই হিন্দুস্তান টাইমসের সঙ্গে খোলামেলা আলোচনা করলেন অমর।
অমরকে এর আগে ‘কিউকি সাস ভি কভি বহু থি’ ধারাবাহিকে দেখা গিয়েছিল। সেই ধারাবাহিকটি দীর্ঘদিন চলেছিল। দারুন জনপ্রিয়তাও পেয়েছিল। এবার তাঁকে নতুন রূপে যে ধারাবাহিকে দেখা যাবে তার সঙ্গে এই পুরনো ধারাবাহিকের নামের বেশ মিল আছে। সেই বিষয়ে অভিনেতা হিন্দুস্তান টাইমসকে জানান, ‘আমি এর আগে একবার সমবয়সী প্রেমের গল্পে অভিনয় করেছি। এছাড়া দুবার মাঝ বয়সী লোকের চরিত্রে অভিনয় করেছি যিনি একটি কম বয়সী মেয়ের প্রেমে পড়েছেন। কিন্তু সেই তুলনায় এই নতুন ধারাবাহিক অনেকটাই আলাদা। কিউকি তুম হি হো ধারাবাহিকে একটি ত্রিকোণ প্রেমের গল্প দেখা যাবে। এখানে এক মাঝ বয়সী পুরুষ এবং দুজন ২২-২৩ বছরের যুবক যুবতীর মধ্যে ত্রিকোণ প্রেমে সম্পর্ক দেখানো হবে।’ তিনি আরও বলেন, ‘এই ধারাবাহিকে উঠে আসবে কাব্য বলে একটি মেয়ের গল্প, যাঁর দুচোখ জোড়া অনেক স্বপ্ন, সে তাঁর সব স্বপ্ন পূরণ করতে চায় কিন্তু সেটা করতে গিয়ে তাঁর জীবনে অনেক নেতিবাচক প্রভাব পড়তে থাকে যার সঙ্গে সে কোনও ভাবেই এঁটে উঠতে পারে না। সে তখন ঈশ্বরকে বলে তাঁর স্বপ্ন পূরণ কেন হল? নাই হতে পারত, কারণ এটা এখন তাঁর কাছে একটা দুঃস্বপ্নের মতো হয়ে গিয়েছে।’
অভিনেতা জানান এই বয়সের সকলেই চরিত্রটার সঙ্গে নিজেদের মেলাতে পারবেন। তবে তাঁর চরিত্র কি এখানে খলনায়কের? তিনি সেই বিষয়ে বলেন না, বরং খানিক পরিস্থিতির কারণে আপাতভাবে নেতিবাচক মনে হলেও আদতে সেটা নয়।
তবে অল্প বয়সী অভিনেত্রীদের সঙ্গে কাজ করেই অভিনেতার বারংবার সাফল্য আসছে? এই বিষয়ে তিনি বলেন, ‘হ্যাঁ খানিকটা তাই, জিনিসটা আমার জন্য কাজ করছে, এর আগেও আমি ’সাথ নিভানা সাথিয়া’ ধারাবাহিকে একজন অশিক্ষিত লোকের ভূমিকায় অভিনয় করেছিলাম যিনি একটি অল্প বয়সী মেয়ের প্রেমে পড়েছিলেন। এরপর ‘মোলকি’তেও একজন মাঝ বয়সী পুরুষ হয়ে অল্প বয়সী মেয়েকে বিয়ে করেছিলাম। আশা করছি সেই একই ম্যাজিক তৃতীয় ধারাবাহিকেও কাজ করবে। হিট করে যাবে এই ধারাবাহিকও।’
তবে যতই তিনি একই ধরনের চরিত্রে অভিনয় করব না কেন অভিনেতা জানান, এই প্রতিটা ধারাবাহিকের গল্পই একে অন্যের থেকে ভীষণ রকম আলাদা। তিনি বলেন, ‘আমি অত্যন্ত বেছে কাজ করছি। আর একই ধরনের কাজ যাতে বারবার না করি সেটার চেষ্টা করছি।’
অমর উপাধ্যায় অভিনীত, ভুল ভুলাইয়া ২ ছবিতে তাঁকে টাবুর যমজ চরিত্রের বিপরীতে দেখা গিয়েছিল। ছবিটি বক্স অফিসে দারুন সাফল্য পেয়েছে। ২০২২ সালের অন্যতম হিট ছবি হল এটি। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ভীষণ খুশি যে ছবিটি হিট করেছে। দারুন ব্যাপার ছিল এটা।’
তাঁকে আগামীতে একটি ওয়েব সিরিজেও দেখা যেতে চলেছে। ‘সত্য’ নামক একটি গুজরাটি সিরিজে দেখা যাবে তাঁকে। এছাড়া একটি ছবির কাজেও ব্যস্ত রয়েছেন বর্তমানে, সঙ্গে তাঁর নিজের প্রযোজনা সংস্থার কাজ তো আছেই।
For all the latest entertainment News Click Here