ব্যান্ডেজ দিয়ে ঢাকা স্তনযুগলের অর্ধেক উন্মুক্ত!ভাইরাল উরফি কত টাকার মালিক জানেন?
শরীরের উর্ধাঙ্গে নেই কোনও পোশাক। কেবলমাত্র ব্যান্ডেজ দিয়েই স্তনযুগল ঢেকেছেন উরফি। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রামের দেওয়ালে এমনই বোল্ড ছবি পোস্ট করেছেন উরফি জাভেদ। অভিনেত্রীর সাহসী ছবি নিয়ে নতুন করে কিছু বলবার নেই। বিগ বস ওটিটি খ্যাত এই তারকার ফ্যাশন গোলস হামেশাই থাকে চর্চায়। ছেঁড়া ও কাটাফাটা পোশাক পরেই ভাইরাল উরফি জাভেদ। অনেকেই প্রশ্ন করেন, মেয়েটার বোধহয় জামাকাপড় কেনবার টাকা নেই! কেউ বলেন, ‘একে চাঁদা তুলে কেউ পোশাক কিনে দাও’।
ট্রোলারদের বরাবরই পাত্তা দেন না উরফি। দিল্লির এই মেয়ে নিজের সাহসী অ্যাপিয়ারেন্সের জন্য সোশ্যাল মিডিয়া স্টারের তকমা পেয়েছেন। ইনস্টাগ্রামে হু হু করে বাড়ছে তাঁর ফলোয়ার সংখ্যা, আর রাতারাতি বেড়ে যাচ্ছে উরফির দর। হ্যাঁ, ‘বেপনহা’. ‘জিজি মা’-এর মতো সিরিয়ালের অংশ থাকা উরফি নাকি এপিসোড পিছু ২৫ থেকে ৩৫ হাজার টাকা পারিশ্রমিক নেন। উঠতি তারকা হিসাবে এই পারিশ্রমিক যথেষ্ট বেশি। স্পটবয়ই-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে এই মুহূর্তে ৪০ থেকে ৫৫ লক্ষ টাকার সম্পত্তির মালিক উরফি জাভেদ। পুরোটাই তাঁর নিজস্ব আয় থেকে সঞ্চিত অর্থ।
সিনে দুনিয়া থেকেও এখন প্রচুর কাজের অফার পাচ্ছেন উরফি। তবে এখন খুূব ভেবেচিন্তে পা বাড়াতে চান উরফি। ভালো চিত্রনাট্য হলে তবেই ‘হ্যাঁ’ বলবেন স্পষ্ট জানিয়েছেন। শুধু শরীর প্রদর্শনের জন্য ছবিতে কাজ নয়।
সম্প্রতি কৃষ্ণা অভিষেকের স্ত্রী তথা অভিনেত্রী ক্যাশমিরা শাহ-এর সঙ্গে বাকযুদ্ধে জড়িয়েছেন উরফি। শুরুটা অবশ্য ক্যাশমিরাই করেছিলেন। উরফি কেবল ইনস্টাগ্রামেই জনপ্রিয়, বাস্তবে নয়- এমন দাবি করেন ক্যাশমিরা।পালটা জবাবে উরফি বলেন, ‘তাও ভালো আপনি নিজেই বলেছেন আমি ইনস্টাগ্রামে ফেমাস, দুর্ভাগ্যের বিষয় হল আপনি তো দুটোর মধ্যে কোনওটাইতেই ফেমাস নন। তাহলে কী লাভ হল?’
For all the latest entertainment News Click Here