‘ব্যাড বয়’ জকোভিচকে নিজের বন্ধু বলে সম্বোধন মেদভেদেভর
বিশ্বের যে কোন স্থানে সেরা দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে বন্ধুত্ব প্রায় দেখা যায় না বললেই চলে। ক্রীড়াক্ষেত্রে তো তা আরও প্রবলভাবে প্রযোজ্য। তবে সেই চিরাচরিত প্রথার বেড়াজাল পেরিয়ে বিশ্বের দুই নম্বর টেনিস তারকা দানিল মেদভেদেভ নিঃসংকোচে এক নম্বর তারকা নোভাক জকোভিচকে নিজের বন্ধু বলে সম্বোধন করলেন।
মাত্র কিছু সময় আগেই মেদভেদেভ এবং জকোভিচ যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে একে অপরের প্রতিপক্ষ ছিলেন। তারপর থেকে আর টেনিস কোর্টে দেখা হয়নি তাঁদের। তবে সোমবার (১ নভেম্বর) থেকে শুরু প্যারিস মাস্টার্সের আগে দুই জনেই বেশ কিছুক্ষণ একে অপরের সঙ্গে অনুশীলন সারেন। সেই সেশনের পরই নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মেদভেদেভ জকোভিচকে নিজের বন্ধু বলে জানান।
ATP ওয়েবসাইটে এক সাক্ষাৎকারে রাশিয়ান তারকা বলেন, ‘আমি ক্রমতালিকায় প্রথম ১০-এ আসার পর আর ওর সঙ্গে অনুশীলন করিনি। ওর থেকে কী প্রত্যাশা রাখব তা আমার জানা ছিল না। তবে ভাল এটা অনুশীলন সেশন হবে বলে আশা ছিল। দুই ঘন্টা ধরে এক সেট খেলার পর আমরা দুইজনে ১৫-২০ মিনিট পায়চারি করতে করতে কথাও বলি। গোটা বিষয়টাই দারুণ ছিল। আমার মনে হয় আমি ওকে বন্ধু বলতে পারি। খুব কম সময়েই এক ও দুই নম্বর খেলোয়াড়রা একসঙ্গে অনুশীলন করে।’
জকোভিচকে সাধারণত টেনিসের ‘ব্যাড বয়’ হিসাবে বর্ণনা করা হয়। সেখানে মেদভেদেভের এহেন সার্টিফিকেট সেই তত্ত্ব ছুড়ে মাঝ দরিয়ার ফেলে দেয়। প্রসঙ্গত, ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত খেলা প্যারিস মাস্টার্সের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মেদভেদভ।
চ্যআ
For all the latest Sports News Click Here