ব্যাট হাতে ব্যর্থ গিল, রান পেলেন না যুবরাজ সিং, মুস্তাক আলির কোয়ার্টারে পঞ্জাব
শুভমন গিল ব্যাট হাতে ব্যর্থ হলেও চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে বিশেষ অসুবিধা হল না পঞ্জাবের। ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম্যান্স মেলে ধরে দলকে শেষ আটের টিকিট এনে দেন অভিষেক শর্মা। তাঁকে যোগ্য সঙ্গত করেন প্রভসিমরন সিং।
ইডেনের প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে পঞ্জাব। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৭৬ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। শুভমন গিল ৪ রান করে আউট হন। অভিষেক শর্মা ৫৫ রানের অনবদ্য ইনিংস খেলে নট-আউট থাকেন। ৪৮ বলের ইনিংসে তিনি ৫টি চার ও ১টি ছক্কা মারেন।
প্রভসিমরন ৩৬ বলে ৬৪ রানের আগ্রাসী ইনিংস খেলে রান-আউট হন। তিনি ৫টি চার ও ৫টি ছক্কা মারেন। এছাড়া সনভির সিং ১৭, রমনদীপ সিং ২, মনদীপ সিং ৮, আনমোলপ্রীত সিং ২০ ও হরপ্রীত ব্রার ১ রান করেন।
আরও পড়ুন:- PAK vs NED: অবশেষে পয়েন্টের খাতা খুললেন বাবররা, অতি সহজ ম্যাচ জিততেও বেগ পেতে হল পাকিস্তানকে
অংশুল কাম্বোজ ২৫ রানে ৩টি উইকেট নেন। ১টি করে উইকেট দখল করেন মোহিত শর্মা ও সুমিত কুমার। উইকেট পাননি অমিত মিশ্র, জয়ন্ত যাদব ও রাহুল তেওয়াটিয়া।
জবাবে ব্যাট করতে নেমে হরিয়ানা ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১২৭ রানে আটকে যায়। ৪৯ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় পঞ্জাব।
আরও পড়ুন:- BAN vs ZIM: শেষ বলে চূড়ান্ত নাটক, জিম্বাবোয়ের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় বাংলাদেশের
নিশান্ত সিন্ধু দলের হয়ে সব থেকে বেশি ৪২ রান করেন। ২৫ বলের ইনিংসে তিনি ২টি চার ও ৪টি ছক্কা মারেন। এছাড়া চৈতন্য বিষ্ণোই ১৭, যুবরাজ সিং ১৩, হিমাংশু রানা ১৭, দীনেশ বনা ১৭ ও রাহুল তেওয়াটিয়া ২ রান করে আউট হন।
বলতেজ সিং ২০ রানে ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট দখল করেন সিদ্ধার্থ কউল ও মায়াঙ্ক মার্কান্ডে। ৪ ওভারে ১৯ রান খরচ করে ১টি উইকেট নেন অভিষেক শর্মা। কোয়ার্টার ফাইনালে পঞ্জাব মাঠে নামবে কর্ণাটকের বিরুদ্ধে।
For all the latest Sports News Click Here