ব্যাট হাতে নেমে পড়লেন কেএল রাহুল! শেয়ার করলেন ভিডিয়ো
কেএল রাহুল কবে টিম ইন্ডিয়াতে ফিরবেন? সেই অপেক্ষায় রয়েছেন লোকেশ রাহুলের সকল ভক্ত। প্রথমে চোট ও পরে অস্ত্রোপচারের কারণে টিম ইন্ডিয়া থেকে ছিটকে গিয়েছেন কেএল রাহুল। সেই কারণেই তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচটি খেলেননি। তবে শুধু টেস্ট ম্যাচই নয়, পরবর্তী সময়ে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের অংশও হতে পারেননি কেএল রাহুল। শুধু তাই নয়, চলতি মাসের শেষের দিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও থাকছেন না কেএল রাহুল।
কেএল রাহুল ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে আর কোনও আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি। তবে তিনি ২০২২ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) লখনউ সুপার জায়ান্টসের অধিনায়কত্ব করেছিলেন এবং সমস্ত ম্যাচেও খেলেছিলেন। এর পরে রাহুলকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজের জন্য টিম ইন্ডিয়ার নেতৃত্ব দেওয়া হয়েছিল।
আরও পড়ুন… উমরান নিয়ে ইঙ্গিত রোহিতের, দেখুন T20 সিরিজের প্রথম ম্যাচের সম্ভাব্য একাদশ
আরও পড়ুন… উমরান নিয়ে ইঙ্গিত রোহিতের, দেখুন T20 সিরিজের প্রথম ম্যাচের সম্ভাব্য একাদশ
এই সিরিজের আগেই চোটের কবলে পড়েন কেএল রাহুল। এর ফলে তার নাম প্রত্যাহার করে নেয় বিসিসিআই। কেএল রাহুলের জায়গায় ঋষভ পন্তকে দলের নেতৃত্ব দেওয়া হয়েছিল। সেই সিরিজে ২-২ সমতায় ড্র করেছিল টিম ইন্ডিয়া। তবে এমন অবস্থায় নিজের একটি ভিডিয়ো শেয়ার করেছেন কেএল রাহুল। যেখানে তাকে জিমের মধ্যে ব্যাট হাতে অনুশীলন করতে দেখা যাচ্ছে। সেই পোস্টে রাহুল লিখেছেন, ‘ধাপে ধাপে’। এই পোস্টে নিজের মত জানিয়েছেন বিখ্যাত অভিনেতা সুনীল শেঠি। তার মন্তব্য ভাইরাল হয়েছে।
For all the latest Sports News Click Here