ব্যাটে লাগলেই বল উড়ছে মাঠের বাইরে, নেটে ঝড় তোলা এই খেলোয়াড় KKR ‘তুরুপের তাস’?
রঞ্জি ট্রফিতে ভালো ছন্দে ছিলেন। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অনুশীলনেও সেই ফর্ম ধরে রাখলেন শেলডন জ্যাকসন। নেটে রীতিমতো মারকাটারি ফর্মে দেখা যাচ্ছে তাঁকে। হাঁকাচ্ছেন বড়-বড় ছক্কা। যিনি এবার আইপিএলে কেকেআরের তুরুপের তাস হয়ে উঠতে পারেন।
আইপিএলের জন্য মুম্বইয়ে অনুশীলন শুরু করেছে কেকেআর। তাতে শুরু থেকেই আছেন সৌরাষ্ট্রের তারকা শেলডন। যিনি এবারের রঞ্জি ট্রফিতে গ্রুপ লিগের শেষ ম্যাচে গোয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ১২১ বলে ৯৭ রান করেছিলেন। তাও রান আউট হয়ে গিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে তো পুরোপুরি টি-টোয়েন্টি খেলেছিলেন। ২৬ বলে অপরাজিত ৫৩ রান করেছিলেন। চারটি ছক্কা এবং দুটি চার মেরেছিলেন। কেকেআরের অনুশীলনেও সেই ছন্দ ধরে রেখেছেন শেলডন। যিনি আগে কেকেআরে থাকলেও নিজেকে প্রমাণ করার সুযোগ পাননি। তবে এবার সম্ভবত তিনিই দলের প্রথম পছন্দের উইকেটকিপার হতে চলেছেন।
কেকেআরের নতুন জার্সি
হাতে আর মাত্র কয়েকটা দিন পড়ে আছে। কিন্তু এখনও জার্সি প্রকাশ করেনি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কবে জার্সি সামনে আনা হবে, তা নিয়ে জল্পনা চলছে। তারইমধ্যে জার্সি নিয়ে কিছুটা ইঙ্গিত দিল কেকেআর। সম্প্রতি কেকেআরের বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নাইট তারকদের একাধিক প্রকাশ করা হয়েছে। তাতে কলকাতার বিভিন্ন স্থাপত্যের সাপেক্ষে কেকেআরের তারকাদের তুলে ধরা হয়েছে। শ্রেয়স আইয়ারের ক্ষেত্রে যেমন আছে বিদ্যাসাগর সেতু। প্যাট কামিন্সের ক্ষেত্রে ধর্মতলা। নীতিশ রানার ক্ষেত্রে সেটা কলেজ স্ট্রিট। তা থেকেই জল্পনা শুরু হয়েছে, তাহলে কি কেকেআরের জার্সিতে একটুকরো কলকাতা ফুটিয়ে তোলা হবে?
For all the latest Sports News Click Here