ব্যাটে বল লাগতেও ক্রিজ থেকে নড়েননি, অজিদের স্পিরিটের সমালোচনায় সেই ব্রডই
অ্যাশেজ সিরিজের দ্বিতীয় ম্যাচের বিতর্ক কিছুতেই পিছু ছাড়তে চাইছে না। মাঠের তৈরি হওয়া ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছে মাঠের বাইরের মানুষও। তিন এমসিসির সদস্য অস্ট্রেলিয়ার সঙ্গে খারাপ আচরণ করার ফলে বরখাস্ত হয়েছেন। দুই রাষ্ট্র নেতারা নিজেদের মন্তব্য প্রকাশ করেছেন। এইবার জনি বেয়ারস্টোর আউট নিয়ে নিজের মতামত এবং ক্ষোভ প্রকাশ করলেন ইংল্যান্ডের বর্তমান দলের সদস্য তারকা জোরে বোলার স্টুয়ার্ট ব্রড।
অস্ট্রেলিয়ার সঙ্গে ইংল্যান্ড দল এখন কথার যুদ্ধে নেমেছে। সেই আগুনে ঘি ঢাললেন স্টুয়ার্ট। জনি বেয়ারস্টোকে অন্যায় ভাবে আউট করা হয়েছে বলে তিনি মনে করেন। তাঁর আরও মতামত বেন স্টোকসের সঙ্গে সপ্তম উইকেটে ১০৮ রানের পার্টনারশিপ তৈরি করেছিলেন জনি। তাকে অন্যায় ভাবে আউট করা না হলে ইংল্যান্ড খুব সহজেই সেই ম্যাচ ছিনিয়ে নিতো। ডেইলি মেলের জন্য লেখা একটি কলমে ব্রড লেখেন, ‘আমি অবাক হয়ে গিয়েছিলাম যে মধ্যাহ্নভোজের আগে আমরা মাঠ ছাড়ছি। ওদের মধ্যে একজনও সিনিয়র ক্রিকেটার ছিল না যে প্রশ্ন করবে তারা কি করেছে। বিশেষ করে গত কয়েক বছরে ওদের দলে যে পরিবর্তন এসেছে তা সংস্কৃতির পরিবর্তন ঘটিয়েছে। ওদের মধ্যে কেউ বলেনি, বন্ধুরা, দাঁড়াও। আমি এই বিষয়ে সত্যিই নিশ্চিত নই। তাদের একজনও ভাবেনি জনি কোনও সুবিধা নিচ্ছে না। ও রান পাওয়ার চেষ্টা করছে না। ওভার শেষ। এটা একটা অযৌক্তিক আউটের আবেদন। আমাদের এই আবেদন বাতিল করা উচিত।’
ব্রড মনে করেন প্যাট কামিন্স এই সিদ্ধান্তের জন্য অনুশোচনা করতে চলেছেন এবং তিনি তাঁর নেতৃত্বে অস্ট্রেলিয়ান দলের মাঠে সংস্কৃতিকে দেখতে পাচ্ছেন না। তিনি বলেন, ‘প্যাট কামিন্স সত্যিই একজন দুর্দান্ত ব্যক্তি। সব আবেগের অবসান হয়ে গেলে প্যাট যদি একটু চিন্তা না করে এই বিষয়ে তাহলে আমি খুব অবাক হব। তবে ওর একটা এইরকম সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ম্যাচ জিতিয়েছে অস্ট্রেলিয়াকে। অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তে আমি খুব ক্ষুব্ধ হয়েছিলাম। এবং উত্তরাধিকার বহন করে যাওয়ার জন্য দলগত একটা প্রচেষ্টা দেখলাম। এটাও দেখলাম ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকার সফরের পর ওরা কিভাবে বদলেছে।’ তবে এটা পরিস্কার হয়েছে, বেয়ারস্টোর আউটে যে বেশ বিরক্ত ইংল্যান্ড শিবির, তা বলার অপেক্ষা রাখে না।
For all the latest Sports News Click Here