ব্যাটে-বলে মরিয়া লড়াই সাই কিশোরের, দল হারায় ব্যর্থ বিজয় শঙ্করের মারকাটারি ইনিংস
ব্যাট হাতে লড়াকু ইনিংস খেলেন বিজয় শঙ্কর। শাই কিশোর ব্যাটে-বলে সফল। তা সত্ত্বেও তামিলনাড়ু প্রিমিয়র লিগের ম্যাচে ডিন্ডিগুল ড্রাগনসের কাছে হারতে হল তিরুপুর তামিলানসকে। শিবম সিং ও আদিত্য গণেশের যুগলবন্দিতে বাজিমাত করে ড্রাগনস।
সালেমে লিগের ২০তম ম্যাচে সম্মুখসমরে নামে তিরুপুর ও ডিন্ডিগুল। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে তিরুপুর। তারা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৭৩ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। অর্ধশতরানের দোরগোড়া থেকে সাজঘরে ফেরেন সাই কিশোর। তিনি ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৫ বলে দলের হয়ে সব থেকে বেশি ৪৫ রান করে আউট হন।
রান-আউটে থেমে যায় বিজয় শঙ্করের আগ্রাসী ইনিংস। ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৭ বলে ৪৩ রান করে মাঠ ছাড়েন বিজয়। এছাড়া ২২ বলে ৩০ রান করেন তুষার রাহেজা। তিনিও ২টি চার ও ২টি ছক্কা মারেন। ১টি চার ও জোড়া ছক্কার সাহায্যে ১২ বলে ২২ রানের যোগদান রাখেন বি অনিরুদ্ধ। রাধাকৃষ্ণন ১০ ও রাজেন্দ্রন বিবেক ১৭ রানের সংক্ষিপ্ত ইনিংস খেলেন।
ডিন্ডিগুলের হয়ে ১টি করে উইকেট নেন সরবন কুমার ও অউশিক শ্রীনিবাস। তিরুপুরের তিনজন ব্যাটার রান-আউট হয়ে মাঠ ছাড়েন।
আরও পড়ুন:- MPL 2023: রুতুর দলকে ছুটি করিয়ে মহারাষ্ট্র প্রিমিয়র লিগের ফাইনালে কেদার যাদবের কোলাপুর
পালটা ব্যাট করতে নেমে ড্রাগনস ১৮.৩ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৭৪ রান তুলে ম্যাচ জিতে যায়। ৯ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতে মাঠ ছাড়ে তারা। ওপেন করতে নেমে শিবম সিং ৭৪ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে অপরাজিত থাকেন। ৫৭ বলের ইনিংসে তিনি ১১টি চার মারেন।
আরও পড়ুন:- ‘ওর জন্য বড্ড ভয় হয়, চোট না পেয়ে বসে’, বিশ্বকাপের আগে ভারতীয় তারকাকে নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করলেন কপিল দেব
চার নম্বরে ব্যাট করতে নেমে হাফ-সেঞ্চুরি করেন আদিত্য গণেশ। তিনি ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩০ বলে ৫৯ রান করে নট-আউট থাকেন। এছাড়া বিমল কুমার ২টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ১৪ রান করে আউট হন। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১২ বলে ১৪ রান করে সাজঘরে ফেরেন ভূপতি কুমার।
তিরুপুরের হয়ে ৪ ওভার বল করে ২৪ রানের বিনিময়ে ২টি উইকেট সংগ্রহ করেন সাই কিশোর। বাকিরা কেউই প্রভাবশালী বোলিং করতে পারেননি। বল করেননি বিজয় শঙ্কর। দুরন্ত হাফ-সেঞ্চুরি করার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন শিবম সিং।
For all the latest Sports News Click Here