ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে সেরা হলেন কারা? IPL 2022-এর A to Z সব পুরস্কার তালিকা দেখুন
আইপিএল ২০২২-এর ফাইনাল ম্যাচে ব্যক্তিগত পুরস্কার জিতলেন কারা? কারাই বা হাতে তুললেন বিভিন্ন বিভাগে টুর্নামেন্টের সেরার পুরস্কার? দেখে নিন তালিকা।
ফাইনাল ম্যাচের পুরস্কার:-
১. সুপার স্ট্রাইকার অফ দ্য ফাইনাল ম্যাচ (ট্রফি ও ১ লক্ষ টাকা): ডেভিড মিলার (১৯ বলে ৩২ রান ও ১টি ক্যাচ)।
২. গেম চেঞ্জার অফ দ্য ফাইনাল ম্যাচ (ট্রফি ও ১ লক্ষ টাকা): হার্দিক পান্ডিয়া (১৭ রানে ৩ উইকেট, ৩০ বলে ৩৪ রান, ১টি ক্যাচ)।
৩. ফাইনালে সব থেকে বেশি ছক্কা (ট্রফি ও ১ লক্ষ টাকা): যশস্বী জসওয়াল (২টি ছক্কা)।
৪. পাওয়ার প্লেয়ার অফ দ্য ফাইনাল ম্যাচ (ট্রফি ও ১ লক্ষ টাকা): ট্রেন্ট বোল্ট (১৪ রানে ১ উইকেট)।
৫. মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেট অফ দ্য ফাইনাল ম্যাচ (ট্রফি ও ১ লক্ষ টাকা): হার্দিক পান্ডিয়া (১৭ রানে ৩ উইকেট, ৩০ বলে ৩৪ রান, ১টি ক্যাচ)।
৬. ফাইনালের সব থেকে জোরে বল (ট্রফি ও ১ লক্ষ টাকা): লকি ফার্গুসন (১৫৭.৩ কিলোমিটার প্রতি ঘণ্টা)।
৭. ফাইনালে সব থেকে বেশি চার (ট্রফি ও ১ লক্ষ টাকা): জোস বাটলার (৫টি চার)।
৮. ম্যান অফ দ্য ফাইনাল ম্যাচ (ট্রফি ও ৫ লক্ষ টাকা): হার্দিক পান্ডিয়া (১৭ রানে ৩ উইকেট, ৩০ বলে ৩৪ রান, ১টি ক্যাচ)।
আরও পড়ুন:- IPL 2022 Final: এল, দেখল, জয় করল, প্রথমবার আইপিএলে অংশ নিয়েই চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস
টুর্নামেন্টের সেরাদের পুরস্কার:-
১. চ্যাম্পিয়ন দল (ট্রফি ও ২০ কোটি টাকা): গুজরাট টাইটানস।
২. রানার্স দল (ট্রফি ও ১২.৫০ কোটি টাকা): রাজস্থান রয়্যালস।
৩. টুর্নামেন্টের সেরা উঠতি প্লেয়ার (ট্রফি ও ১০ লক্ষ টাকা): উমরান মালিক (১৪ ম্যাচে ২২টি উইকেট)।
৪. টুর্নামেন্টের সব থেক বেশি ছক্কা (ট্রফি ও ১০ লক্ষ টাকা): জোস বাটলার (৪৫টি ছক্কা)।
৫. সুপার স্ট্রাইকার অফ দ্য টুর্নামেন্ট (ট্রফি ও টাটা পাঞ্চ গাড়ি): দীনেশ কার্তিক (১৮৮.৩৩ স্ট্রাইক-রেটে ৩৩০ রান)।
৬. গেম চেঞ্জার অফ দ্য টুর্নামেন্ট (ট্রফি ও ১০ লক্ষ টাকা): জোস বাটলার (৪টি হাফ-সেঞ্চুরি ও ৪টি সেঞ্চুরি-সহ ১৭ ম্যাচে ৮৬৩ রান)।
৭. ফেয়ার প্লে ট্রফি (ট্রফি): গুজরাট টাইটানস ও রাজস্থান রয়্যালস।
৮. পাওয়ার প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট (ট্রফি ও ১০ লক্ষ টাকা): জোস বাটলার (৪টি হাফ-সেঞ্চুরি ও ৪টি সেঞ্চুরি-সহ ১৭ ম্যাচে ৮৬৩ রান)।
আরও পড়ুন:- IPL 2022 Final: হার্দিককে ফিরিয়ে বেগুনি টুপি জয় নিশ্চিত করেন চাহাল, খেতাব ছিনিয়ে নেন হাসারাঙ্গার থেকে
৯. টুর্নামেন্টের সব থেকে জোরে বল (ট্রফি ও ১০ লক্ষ টাকা): লকি ফার্গুসন (১৫৭.৩ কিলোমিটার প্রতি ঘণ্টা)।
১০. টুর্নামেন্টের সব থেকে বেশি চার (ট্রফি ও ১০ লক্ষ টাকা): জোস বাটলার (৮৩টি চার)।
১১. টুর্নামেন্টের সব থেকে বেশি উইকেটের (পার্পল ক্যাপ ও ১০ লক্ষ টাকা): যুজবেন্দ্র চাহাল (১৭ ম্যাচে ২৭টি উইকেট)।
১২. টুর্নামেন্টের সব থেকে বেশি রান (অরেঞ্জ ক্যাপ ও ১০ লক্ষ টাকা): জোস বাটলার (১৭ ম্যাচে ৮৬৩ রান)
১৩. টুর্নামেন্টের সেরা ক্যাচ (ট্রফি ও ১০ লক্ষ টাকা): এভিন লুইস (রিঙ্কু সিংয়ের ক্যাচ)।
১৪. মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট (ট্রফি ও ১০ লক্ষ টাকা): জোস বাটলার (৪টি হাফ-সেঞ্চুরি ও ৪টি সেঞ্চুরি-সহ ১৭ ম্যাচে ৮৬৩ রান)।
For all the latest Sports News Click Here