ব্যাটে-বলে কামাল দীপ্তির, পূজার ছক্কায় শ্রীলঙ্কাকে হারিয়ে শুরু হরমনের ভারতের
জয় দিয়ে একদিনের ক্রিকেটে অধিনায়ক হরমনপ্রীত কৌরের যুগের সূচনা হল। শুক্রবার ১২ ওভার বাকি থাকতেই শ্রীলঙ্কাকে চার উইকেটে হারিয়ে দিল ভারত। সেইসঙ্গে একদিনের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলেন হরমনরা। তিন উইকেট এবং গুরুত্বপূর্ণ ২২ রানের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন দীপ্তি শর্মা।
পাল্লেকেলেতে ১৭২ রান তাড়া করতে নেমে ভারতের শুরুটা একেবারেই ভালো হয়নি। দ্বিতীয় ওভারে আউট হয়ে যান স্মৃতি মন্ধানা (সাত বলে চার রান)। চতুর্থ ওভারের শেষ বল ড্রেসিংরুমের রাস্তা ধরেন যস্তিকা ভাটিয়া (আট বলে এক রান)। দু’জনকেই আউট করেন ওশাদি রণসিংহে। সেইসময় ভারতের স্কোর ছিল চার ওভারে দু’উইকেট ১৭ রান।
তারপর ভারতের ইনিংসের হাল ধরেন শেফালি বর্মা এবং হরমন। রানরেটের চাপ না থাকায় দু’জনে ধীরেসুস্থে খেলতে থাকেন। ১৫.২ ওভারে দলগত ৬১ রানের মাথায় আউট হয়ে যান শেফালি। ৪০ বলে ৩৫ রান করেন তিনি। তারপর হারলিনের সঙ্গে ভারতকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন হারলিন। চতুর্থ উইকেটে জুটিতে ৬২ রান ওঠে। তারইমধ্যে একদিনের ক্রিকেটে ৩,০০০ রানের মাইকফলক পার করেন হরমন। তবে শুক্রবার একটুর জন্য অর্ধশতরান করতে পারেননি। ৬৩ বলে ৪০ রান করেন।
হরমন আউট হওয়ার কিছুক্ষণ পর ড্রেসিংরুমে ফেরেন হারলিন (৪০ বলে ৩৪ রান)। ম্যাচ শেষ করতে আসতে পারেননি রিচা ঘোষও। দ্রুত পরপর দুটি উইকেটের ধাক্কা কাটিয়ে ইনিংসের হাল ধরেন পূজা বস্ত্রকার এবং দীপ্তি। ৩৮ তম ওভারের শেষ বলে ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে দেন পূজা (১৯বলে অপরাজিত ২১ রান)।
For all the latest Sports News Click Here