ব্যাটে-বলে একাই মাত করেন হাফিজ, জিম-আফ্রো T10 লিগে ভারত-পাক তারকারা কেমন খেললেন?
সদ্য সমাপ্ত জিম্বাবোয়ে আফ্রো টি-১০ লিগে উপমহাদেশের ক্রিকেটাররা ব্যাটে-বলে রং ছড়ান। উল্লেখযোগ্য বিষয় হল, টুর্নামেন্টে অংশ নেওয়া পাঁচজন ভারতীয় ক্রিকেটার নিজেদের পারফর্ম্যান্স দিয়ে স্পটলাইট কেড়ে নেন।
পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে মহম্মদ হাফিজ একাই মাতিয়ে রাখেন টুর্নামেন্ট। ব্যাটে-বলে চূড়ান্ত সফল পাকিস্তানের প্রাক্তন তারকা। উল্লেখ্য, জিম্বাবোয়ের এই টি-১০ লিগের উদ্বোধনী মরশুমে পাকিস্তানের মোট ৬ জন ক্রিকেটার মাঠে নামার সুযোগ পান। একনজরে দেখে নেওয়া যাক টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা কেমন খেললেন।
জিম্বাবোয়ে আফ্রো টি-১০ লিগে ভারতীয় ক্রিকেটারদের পারফর্ম্যান্স:-
রবিন উথাপ্পা: হারারে হ্যারিকেনসের হয়ে ১০টি ম্যাচে মাঠে নেমে টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ ২৫৯ রান সংগ্রহ করেন উথাপ্পা। হাফ-সেঞ্চুরি করেন ২টি। টুর্নামেন্টের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস (অপরাজিত ৮৮) খেলেন তিনি।
ইউসুফ পাঠান: জোহানেসবার্গ বাফেলোজের হয়ে ৭টি ইনিংসে ব্যাট করতে নেমে ২১২ রান সংগ্রহ করেন ইউসুফ। হাফ-সেঞ্চুরি করেন ১টি। কোয়ালিফায়ার ম্যাচে মাত্র ২৬ বলে ৮০ রান করে অপরাজিত থাকেন সিনিয়র পাঠান।
ইরফান পাঠান: হারারে হ্যারিকেনসের হয়ে ৮টি ম্যাচের ৭টি ইনিংসে ব্যাট করতে নেমে ইরফান ১০৪ রান সংগ্রহ করেন। মাত্র ১টি ম্যাচে ১ ওভার বল করে ২১ রান খরচ করেন ইরফান। কোনও উইকেট পাননি তিনি।
আরও পড়ুন:- Root Equals Sachin’s Record: দ্রাবিড়-লারাকে টপকে সচিন তেন্ডুলকরের বিশ্বরেকর্ডে ভাগ বসালেন জো রুট
পার্থিব প্যাটেল: কেপ টাউন স্যাম্প আর্মির হয়ে ৫টি ম্যাচের ৩টি ইনিংসে ব্যাট করতে নেমে সাকুল্যে ৪২ রান সংগ্রহ করেন পার্থিব। উইকেটের পিছনে ধরেন ১টি ক্যাচ।
এস শ্রীসন্ত: হারারে হ্যারিকেনসের হয়ে ৫টি ম্যাচে সাকুল্যে ৭.৪ ওভার বল করেন শ্রীসন্ত। ৯৩ রান খরচ করে তুলে নেন ২টি উইকেট।
জিম্বাবোয়ে আফ্রো টি-১০ লিগে পাকিস্তানের ক্রিকেটারদের পারফর্ম্যান্স:-
মহম্মদ হাফিজ: জোহানেসবার্গ বাফেলোজের হয়ে ১০টি ম্যাচে ব্যাট করতে নেমে ১৯৪ রান সংগ্রহ করেন হাফিজ। সেই সঙ্গে ৯টি ইনিংসে বল করে তুলে নেন ১২টি উইকেট।
আসিফ আলি: ডারবান কালান্দার্সের হয়ে ১০টি ইনিংসে ব্যাট করতে নেমে ১৯৯ রান সংগ্রহ করেন আসিফ।
মির্জা বেগ: ডারবান কালান্দার্সের হয়ে ১টি ম্যাচে মাঠে নেমে ২০ রান করেন মির্জা।
আরও পড়ুন:- Deodhar Trophy 2023: রিয়ান পরাগ ব্যর্থ, মায়াঙ্ক-সুদর্শনের জোড়া ফলায় বিদ্ধ পূর্বাঞ্চল
মহম্মদ আমির: ডারবান কালান্দার্সের হয়ে ৭টি ম্যাচে মাঠে নেমে ৬টি উইকেট নিয়েছেন আমির।
তায়েব আব্বাস: ডারবান কালান্দার্সের হয়ে ৪টি ম্যাচে মাঠে নেমে ৫টি উইকেট নেনে আব্বাস।
উসমান শিনওয়ারি: জোহানেসবার্গ বাফেলোজের হয়ে ৪টি ইনিংসে বল করে ৫টি উইকেট সংগ্রহ করেন উসমান।
For all the latest Sports News Click Here