ব্যাটিয়ের সময়ে সমস্যায় পড়েছিলাম,হারের বড় কারণ এটাও- নিজেকে দায়ী করছেন মার্করাম
শুভব্রত মুখার্জি: চলতি আইপিএলের ৪৭তম ম্যাচে, হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ এবং কলকাতা নাইট রাইডার্স। এই দুই দলের পারফরম্যান্স চলতি আইপিএলে একেবারেই ভালো নয়। প্লে-অফে যাওয়ার পথ দুই দলের কাছেই দুরুহ। নিজেদের শেষ সবকটি ম্যাচে জিতলে, তবেই সুযোগ থাকছে প্লে-অফের। এমন আবহে দাঁড়িয়ে শুক্রবার রাতে নাটকীয় জয় তুলে নিল কেকেআর। ম্যাচে হেরে স্বাভাবিক ভাবেই হতাশা ধরা পড়ল হায়দরাবাদের অধিনায়ক এডেন মার্করামের গলায়। হারের দায়ভার নিজের ব্যাটিং পারফরম্যান্সের উপরেও চাপালেন তিনি।
আরও পড়ুন: IPL-র ‘রংচঙে’ জীবন যেন কেরিয়ারকে শেষ না করে, ২০১২-তেই কুলদীপকে সতর্ক করেন সচিন
ম্যাচ শেষে হতাশ মার্করাম বলেছেন, ‘শেষ পর্যায়ে ভালো ক্রিকেট খেলতেই হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সবটাই ভুল করলাম। এই হারটা হজম করা খুব কঠিন। আমি ব্যাট করার সময়ে প্রথম দিকে সমস্যায় ছিলাম। আমাদের হারের সেটাও অন্যতম কারণ। আমাদের বোলাররা খুব ভালো বোলিং করেছে। মাঠে আমাদের ফিল্ডিংও বেশ ভালো হয়েছে। আমরা ঝাঁপিয়ে পড়ে সর্বস্ব দিয়ে রান বাঁচিয়েছি। আমাদের ব্যাটাররাও শুরুটা ভালো করেছিল। তবে বেশিক্ষণ ছন্দ ধরে রাখতে পারেনি। এই হারটা মেনে নেওয়া সত্যিই খুব কঠিন। আমরা সবকটি হার থেকে শিখছি। আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা খেলতে পারিনি। আমাদের অনুশীলনে ফিরে যেতে হবে। আরও ভালো করে পরিকল্পনা করতে হবে। আমাদের ছেলেদের কাছে এই ভেন্যুটা অজানা নয়। আমরা এখানে অনেক ম্যাচ খেলেছি। শেষ ম্যাচগুলোর সবকটা ম্যাচেই জিততে হবে-আশা করব এমন পরিস্থিতিতে আমরা আমাদের সেরাটা দিতে পারব। আশা করব, চারটে ম্যাচের চারটেতেই জিতে আমরা প্লে অফে যাওয়ার কিঞ্চিত আশা বাঁচিয়ে রাখতে পারব।’
আরও পড়ুন: ৩.৫ ওভারে ৬৬ রান হজম- ‘লজ্জার’ বিশ্বরেকর্ড গড়লেন ভারতের তারকা পেসার
প্রসঙ্গত এ দিন ম্যাচে প্রথমে ব্যাট করে কেকেআর ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭১ রান করতে সমর্থ হয়। অধিনায়ক নীতীশ রানা ৪২, রিঙ্কু সিং ৪৬ এবং আন্দ্রে রাসেল ২৪ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৬৬ রানেই আটকে যায় হায়দারাবাদ। ৫ রানে রুদ্ধশ্বাস জয় পায় কেকেআর। ম্যাচে হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন অধিনায়ক মার্করাম।
For all the latest Sports News Click Here