ব্যাটিংয়ের স্বর্গ পিচে আগুনে বোলিং বাওয়ার, শর্ট বলে নাচিয়ে দিলেন ইংরেজকে: ভিডিয়ো
ব্যাটিংয়ের জন্য পিচ পুরোপুরি স্বর্গ। তাতেই আগুন ঝরাচ্ছেন ভারতীয় বোলাররা। বিশেষত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের জর্জ বেলকে যে বলে আউট করলেন রাজ বাওয়া, তাতে বিশ্বের সেরা পেসাররাও গর্ববোধ করবেন।
শনিবার ফাইনালে ১২.৫ ওভারে ইংরেজ ব্যাটার জর্জ লাক্সটনকে আউট করেন বাওয়া। ক্রিজে আসেন বেল। প্রথম বলটাই এমন করেন বাওয়া, যে বলে উইকেট লেখা ছিল। শর্ট বল করেন বাওয়া। বেলের হেলমেটের গ্রিলের দিকে বল ধেয়ে আসে। কিছুটা লাফিয়েও প্রায় মাথার কাছে উচ্চতায় ইংরেজ খেলোয়াড়ের ব্যাটে বল লাগে। উইকেটের পিছনে সহজ ক্যাচ নেন দীনেশ বানা। বাওয়ার সেই বলে রীতিমতো মুগ্ধ হয়ে যান ধারাভাষ্যকাররাও।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। দ্বিতীয় ওভারেই ধাক্কা খান ইংরেজরা। জেকব বেথেলকে আউট করেন রবি কুমার। নিজের দ্বিতীয় ওভারে আরও একটি উইকেট নেন বাংলার ছেলে। তারপর ইনিংসের হাল ধরেন জর্জ থমাস। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি প্রতিরোধ। লাগাতার ডট বলের চাপে বড় শট খেলতে যান ইংরেজ থমাস। বাওয়ার বলে আউট হয়ে যান। ১৩ তম ওভারের শেষ দুই বলে উইকেট নেন বাওয়া। শেষ বলে বেলকে সেই দুর্ধর্ষ বলে আউট করেন ভারতীয় তারকা। পরের ওভারে হ্যাটট্রিকের মুখে দাঁড়িয়েছিলেন। তা অবশ্য পূরণ হয়নি। যদিও পরের ওভারের দ্বিতীয় বলেই নিজের চতুর্থ উইকেট নেন। আপাতত ফাইনালে ছ’ওভারে ১৪ রান দিয়ে চার উইকেট নিয়েছেন বাওয়া।
For all the latest Sports News Click Here