‘ব্যাটার হিসেবে প্রতিবার উইকেট দেখে ব্যাট করাটাই উচিত’: দাসুন শানাকা
শুভব্রত মুখার্জি: এশিয়া কাপের শুরুটা বিশেষজ্ঞদের মন মতো একেবারেই হয়নি। ফেভারিট শ্রীলঙ্কাকে একেবারে উড়িয়ে দিয়েছে আফগানিস্তান দল। ৮ উইকেটে ম্যাচ জিতেছে আফগানিস্তান দল। ম্যাচে তাদের কতটা আধিপত্য ছিল তা একটা জিনিসেই বোঝা যায় তা হল ৫৯ বল বাকি থাকতে ম্যাচ জেতে রশিদ খানরা। ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই হতাশা ধরা পড়ে। দাসুন শানাকা জানিয়ে দেন তাদের ব্যাটারদের উচিত ছিল পরিস্থিতি অনুযায়ী ব্যাট করা।
আরও পড়ুন: জায়গা হল না পন্তের, লেগস্পিন জুজু সত্ত্বেও পাকিস্তানের বিরুদ্ধে দলে কার্তিক
দাসুন শানাকা ম্যাচ শেষে জানিয়েছেন ‘দুইভাবে বিষয়টিকে নিয়ে ভাবা যায় (আফগানিস্তান ম্যাচ)। ব্যাটার হিসেবে আমাদের উচিত উইকেট দেখে ব্যাটিংটা করা। পিচে শ্রীলঙ্কার স্পিনারদের কোনও সাহায্য ছিল না। অল্প ঘাস ছিল। তবে ওরা বিশ্বমানের স্পিনার যারা যে কোন উইকেট এবং পরিস্থিতিতে গোল করতে পারে। দেখুন টি-২০ ক্রিকেটে ঘটনা ঘটতে থাকে। পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে। আমাদের পরবর্তী লক্ষ্য হল পরের ম্যাচটা জিতে পরবর্তী রাউন্ডে যাওয়া।’
ম্যাচে দাসুন শানাকা ব্যাট হাতে একেবারেই ভালো খেলতে পারেননি। প্রথম বলেই শূন্য রানে আউট হন তিনি। তার দল মাত্র ১০৫ রানে অলআউট হয়ে যায়। ফারুকির পেসের সামনে এদিন অসহায় দেখায় শ্রীলঙ্কার ব্যাটারদের। জবাবে ব্যাট করতে নেমে আফগান ব্যাটাররা মাত্র ৬১ বল খেলেন। ৫৯ বল বাকি থাকতেই ম্যাচ জেতেন তারা। আফগানদের হয়ে সর্বোচ্চ রান করেন রাহমানুল্লাহ গুরবাজ।
For all the latest Sports News Click Here