‘ব্যাজবলে’ এসেছে দারুন সাফল্য, পন্থা ছাড়ার প্রশ্নই নেই জানালেন বেন স্টোকস
শুভব্রত মুখার্জি: ১৬ জুন থেকে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী অ্যাসেজ সিরিজ। এজবাস্টনে প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এই সিরিজে। সবেমাত্র ডব্লুটিসির খেতাব জিতেছে অজিরা।অন্যদিকে দারুন ফর্মে রয়েছে ইংল্যান্ডও। তার উপর নয়া ঘরানার আক্রমণাত্মক ‘ব্যাজবল’ ক্রিকেট খেলে সকলকে তাক লাগিয়ে দিয়েছে ইংল্যান্ড। সেই পন্থাই তাঁরা আসন্ন অ্যাসেজে অবলম্বন করবে কিনা সেই নিয়ে একটা জল্পনা রয়েছে। সেই জল্পনাকে একেবারে স্ট্রেট ব্যাটে উড়িয়ে দিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এই ‘ব্যাজবল’ ক্রিকেটে সাফল্য পেয়েছে তাঁর দেশ। ফলে এই পন্থা থেকে সরার কোন প্রশ্নই নেই।
আরও পড়ুন… কোথায় দাঁড়াতে হবে সেটা জানা উচিত- কোহলি-পূজারারা অলস ফিল্ডার, সাফ কথা কাইফের
ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস জানিয়েছেন নিঃসন্দেহে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালের লড়াই খুব কঠিন হতে চলেছে। সম্প্রতি ডব্লুটিসি ফাইনালে ভারতকে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। ফলে অজিদেরকে সমীহ না করে কোনও উপায় নেই তা কার্যত মেনেই নিয়েছেন বেন স্টোকস। উল্লেখ্য ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক হিসেবে বেন স্টোকস এবং কোচ হিসেবে ব্রেন্ডন ম্যাককালাম দায়িত্ব নেওয়ার পরেই একেবারে খোলনলচে বদলে গিয়েছে টেস্ট দলের। এরপরেই কার্যত ওয়ানডে ক্রিকেট খেলার ধাঁচে লাল বলের ক্রিকেটে খেলা শুরু করেন স্টোকসরা। যার পোশাকি নাম বলা যেতে পারে ‘ব্যাজবল’ ক্রিকেট। এই পন্থা অবলম্বন করে অভূতপূর্ব সাফল্য পেয়েছে তারা। প্রসঙ্গত ব্রেন্ডন ম্যাককালাম কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার আগে ইংল্যান্ডের টেস্ট দলের পারফরম্যান্স ছিল অত্যন্ত খারাপ। ১৭ টি টেস্টের মধ্যে মাত্র ১টিতে জিতেছিল তারা। ‘ব্যাজবল’ পন্থা নেওয়ার পরবর্তীতে ১৩ টি ম্যাচের মধ্যে ১১ টিতে জয় পেয়েছে ইংল্যান্ড। ফলে ‘ব্যাজবল’ পন্থা ছাড়ার যে কোন চিন্তা ভাবনা নেই তা স্পষ্ট করে দিয়েছেন স্টোকস।
আরও পড়ুন… ভারতের টেস্ট দলকে শক্তিশালী করতে এখনই এই তিন তারকাকে দলে নিতে বললেন দীনেশ কার্তিক
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বেন স্টোকস বলেন, ‘আমরা জানি অস্ট্রেলিয়া আমাদের জন্য কী কী বিপদ বয়ে আনতে পারে। যে দলের বিরুদ্ধেই ওরা খেলুক না কেন ওরা বিশ্বের অন্যতম সেরা দল। তবে আমরা এটাও দেখেছি যে আমরা ওই পদ্ধতিতে (ব্যাজবল) কতটা সাফল্য পেয়েছি। এত সাফল্য পাওয়ার পরে এই পদ্ধতি থেকে সরে আসার কোনও মানেই হয় না। বিপক্ষকে দেখে তো আর আমরা খেলার ধরন বদলে ফেলতে পারব না। শেষ ১২ মাসে আমরা যে সাফল্য পেয়েছি সে কথাকে আমাদের মাথায় রাখা উচিত। অ্যাসেজ বলেই কোন কিছুকে অযথা পাল্টে ফেলার কোন যুক্তি নেই।’
For all the latest Sports News Click Here