‘ব্যাঙ্কে টাকা বাড়িয়েছে বউ’, বড়লোক হওয়ার কারণ হিসেবে টুইঙ্কলকে দেখান অক্ষয়
দেখতে দেখতে বিয়ের ২১ বছর। অক্ষয় কুমার আর টুইঙ্কল খান্নার বিয়ে বলিউডের অন্যতম ‘পারফেক্ট ম্যারেজ’র মধ্যে অন্যতম। বিয়ের আগে নানা নায়িকার সাথে নাম জড়িয়েছিল অক্ষয়ের। তবে, বিয়ের পর থেকে টুইঙ্কলের সাথে সুখী দাম্পত্য। আরভ ও নিতারা– দুই সন্তানও রয়েছে তাঁদের।
২০১৩ সালে এক সাক্ষাৎকারে বিয়ে ও টুইঙ্কেলের ব্যাপারে বলতে গিয়ে অক্ষয় বলেন, শুধু তাঁর ওয়াড্রোব নয়, ব্যাঙ্ক ব্যালেন্স গুছিয়ে দিতেও সাহায্য করেছে বউ! অক্ষয়কে বলতে শোনা যায়, ‘টুইঙ্কল যে শুধু আমার ওয়াড্রোবে বাড়তি জিনিস যোগ করেছে তা নয়, আমার ব্যাঙ্ক ব্যালেন্সও বাড়িয়েছে। বিয়ের আগে আমি একজন অগোছালো মানুষ ছিলাম, আর বিয়ের পর ওই আমায় বড় করে তুলেছে (হাসি)। তবে সত্যি বলতে যখনই আমি ভেঙে পড়েছি, ও আমায় মানসিকভাবে আমার পাশে থেকেছে।’
একে-অপরকে সারপ্রাইজ গিফট দেওয়া নিয়েও কথা বলেছিলেন অক্ষয় সেই সময়। জানিয়েছিলেন, ‘‘আমরা একে-অপরকে সারপ্রাইজ দেই না। বাজেট বলে দেই। অন্যজন গিয়ে নিজের সারপ্রাইজ গিফট নিজেই কিনে আনে। আমি বিয়ের পর পর চেষ্টা করেছিলাম আসলে উপহার দেওয়ার, তবে কাজে আসেনি। গয়না কিনে আনলাম, মুখে বলল ‘বাহ’! আসলে মনে মনে ভাবছে, ‘কি জঘন্য’। তারপর বলল, ‘এটার বিলটা আছে তো, আমি ফেরত দিয়ে অন্য কিছু নিয়ে আসব’।’’
১৯৯৯ সালে ‘জুলমি’ আর ‘ইন্টারন্যাশনাল খিলাড়ি’ সিনেমায় কাজ করেন একসাথে অক্ষয় আর টুইঙ্কল। ১৯৯১ সালে বলিউডে ডেবিও করেন খিলাড়ি কুমার ‘সৌগন্ধ’ সিনেমা দিয়ে। ২০০১ সালে বিয়ে করেন তাঁরা। আপাতত টুইঙ্কল অভিনয় থেকে অনেক দূরে, একজন লেখিকা হিসেবে নিজের কেরিয়ার গড়ে নিয়েছেন।
For all the latest entertainment News Click Here