ব্যাংককের হাসপাতালে ভর্তি ‘কারাগার’ খ্যাত তাসনিয়া! হল অস্ত্রোপচার, কেমন আছেন?
সময়টা মোটে ভালো যাচ্ছে না তাসনিয়া ফারিণের। এই তো ডিসেম্বর মাসেই শপিং মলের চলন্ত সিঁড়িতে গুরুতর দুর্ঘটনার মুখে পড়েছিলেন ‘কারাগার’ খ্যাত অভিনেত্রী। ফের হাসপাতালে ভর্তি ফারিণ। ইনস্টাগ্রামের দেওয়ালে কপালে ব্যান্ডেজ, মুখে মাস্ক পরে হাসপাতালে শুয়ে থাকতে দেখা গেল অভিনেত্রীকে। তাও আবার বিদেশে! হ্য়াঁ, ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন ফারিণ। ইনস্টাগ্রামে অভিনেত্রী জানান, ‘জীবনের প্রথম অপারেশন হল। সেটাও আবার এক অপরিচিত দেশে। সঙ্গে আমার অভিভাবকরা নেই। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, সঙ্গে আমার ছোট ভাই ছিল।’
কিন্তু কী হয়েছে ফারিণের? জানা গিয়েছে নায়িকার নাকের মাঝে একটা সিস্ট ছিল, সেটাই অপারেশন করে বাদ দেওয়া হয়েছে। এখন অনেকটাই সুস্থ তিনি, আগামী ১৮ই মার্চ তাঁর নাকের সেলাই কাটা হবে। তারপর ঢাকায় ফিরছেন অভিনেত্রী। এই নিয়ে তিন মাসের মধ্যে দ্বিতীয় বার হাসপাতালে ফারিণ। ডিসেম্বরে ঢাকার এক শপিংমলে ভিতর চলন্ত সিঁড়ি দিয়ে দোতলায় উঠছিলেন নায়িকা। চলন্ত অবস্থায় সিঁড়ির একটি রড বের হয়ে ফারিণের পায়ে ঢুকে যায়, এর জেরেই ঘটেছিল রক্তারক্তি কাণ্ড। দ্রুত ঢাকার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে, দু-পায়েই চোট পেয়েছিলেন তিনি।
আরও পড়ুন-শপিং মলে রক্তারক্তি কাণ্ড!গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ‘কারাগার’-এর নায়িকা
নেটওয়ার্কের বাইরে’, ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’-সহ একাধিক জনপ্রিয় কাজ রয়েছে অভিনেত্রীর ঝুলিতে। চঞ্চল চৌধুরী অভিনীত ‘কারাগার’ সিরিজে অভিনয়ের সুবাদে ওপার বাংলার পাশাপাশি টলিপাড়াতেও এখন পরিচিত মুখ তাসনিয়া ফারিণ। হইচই-এর এই সিরিজে অন্তঃসত্ত্বা মহিলার চরিত্রে তাঁর অনবদ্য অভিনয় সবার মন কেড়েছে। সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে একে অন্যের সঙ্গে বিভিন্ন অতীতের জানা-অজানা বিষয় নিয়ে কথা বলতেন ফারিণ ও চঞ্চল। এর পাশাপাশি অতনু ঘোষের ‘আরো এক পৃথিবী’ ছবিতেও সম্প্রতি কাজ করেছেন ফারিণ। ছবির প্রচারে কলকাতাকেও হাজির হয়েছিলেন। এই ছবিতেও প্রশংসিত ফারিণের অভিনয়।
আরও পড়ুন-পারিশ্রমিক হিসাবে ফ্ল্যাট-গাড়ি নিতে পারব না, বনিকে খোঁচা ‘ইন্দ্রাণী’ অঙ্কিতার?
For all the latest entertainment News Click Here