ব্য়াঙ্ক কর্তৃপক্ষের হাতে ‘হেনস্থা শিকার’ অ্যাসিড আক্রান্ত, শাহরুখের কাছে নালিশ
তিনি সত্যিই রাজা! শাহরুখ খান সমাজ সেবামূলক কাজের জন্য চর্চায় আসতে মোটেই ভালোবাসেন না। নিঃশব্দেই মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসেন ‘পাঠান’। দীর্ঘদিন ধরে অ্যাসিড আক্রান্ত তরুণীদের সার্বিক উন্নয়নের জন্য কাজ করে চলেছেন এই বলিউড তারকা। ‘মীর ফাউন্ডেশন’-এর মাধ্যমে দীর্ঘ দিন ধরেই অ্যাসিড আক্রান্তদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনার জন্য কাজ করে চলেছেন শাহরুখ, এবার তাঁর এবং মীর ফাউন্ডেশনের দ্বারস্থ এক অ্যাসিড আক্রান্ত তরুণী।
প্রজ্ঞা প্রসূন নামের ওই তরুণী টুইটারে জানান, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারছেন না তিনি, বা বলা ভালো তাঁকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে দেওয়া হচ্ছে না। সমাজের আর পাঁচ সাধারণ মানুষের জন্য চেয়ে আলাদা প্রজ্ঞা, এখানে দোষ তাঁর ভাগ্যের নয়। বরং এই সমাজেরই কিছু মানুষের। এক নামী বেসরকারি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে ‘হেনস্থার মুখে’ পড়তে হল প্রজ্ঞাকে। অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে আটকে যান প্রজ্ঞা, কারণ KYC সম্পূর্ণ করতে গ্রাহককে চোখের পাতা ফেলতে হয়। কিন্তু অ্যাসিড আক্রান্ত হওয়ার জেরে প্রজ্ঞা চোখের পাতা ফেলতে ব্যর্থ। সুতরাং ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানায়, অ্যাকাউন্ট খুলতে পারবেন না তিনি। এরপরই টুইটারের পাতায় শাহরুখ ও মীর ফাউন্ডেশনকে ট্যাগ করে সাহায্য চান প্রজ্ঞা, শুধু নিজের জন্য নয় সমস্ত অ্যাসিড আক্রান্তদের জন্য ব্যাঙ্কিং ব্যবস্থার এই নিয়মে বদল আনার আর্জি তাঁর।
প্রজ্ঞা জানান, ‘ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার অধিকার আমারও রয়েছে। শুধুমাত্র অ্যাসিড আক্রন্ত হওয়ার জন্য কেউ সসম্মানে জীবন বাঁচার অধিকার আমার থেকে কেড়ে নিতে পারে না। এটা অনৈতিক, যে আমি চোখের পাতা ফেলতে পারি না বলে আমার কেওয়াইসি প্রক্রিয়া অসম্পূর্ণ থাকবে, এবং আমি অ্যাকাউন্ট খুলতে পারব না’। যদিও এখনও পর্যন্ত প্রজ্ঞার আবেদনে সাড়া দেননি শাহরুখ।
শাহরুখ খানের বাবা প্রয়াত মীর তাজ মহম্মদ খানের স্মরণে ‘মীর ফাউন্ডেশন’ গড়েছেন শাহরুখ। চলতি বছরের গোড়ার দিকেও আইপিএল চলাকালীন কলকাতায় এসে একাধিক অ্যাসিড আক্রান্ত তরুণীর সঙ্গে দেখা করেন শাহরুখ। হাসিমুখে তাঁদের সঙ্গে গল্পে মেতেছিলেন বাদশা, সেই ছবি উঠে এসেছিল সমাজমাধ্যমের পাতায়। কিং খান তাঁদের কাছে আবদারও রেখেছিলেন খোলামনে। মন্নতে আমন্ত্রণ জানিয়েছিলেন সেই অ্য়াসিড অ্যাটাক সারভাইবারদের।
বছর খানেক আগেই অ্যাসিড আক্রান্ত বঙ্গকন্যা সঞ্চয়িতার বিয়ে দিয়েছিলেন শাহরুখ। মীর ফাউন্ডেশনের মাধ্যমে বর্ষবরণের রাতে দিল্লির সুলতানপুরীতে পথ দুর্ঘটনায় মৃত্যু হওয়া অঞ্জলির পরিবারের পাশাও দাঁড়ান তারকা। প্রজ্ঞার দিকেও সাহায্যের হাত বাড়াবেন তিনি, বিশ্বাস নেটিজেনদের।
For all the latest entertainment News Click Here