ব্যর্থ হল কোহলির ৭৫ রানের অনবদ্য ইনিংস, ব্যাটে-বলে ম্যাচ জেতালেন রিয়ান পরাগ
ব্যাট হাতে একা লড়লেন মিজোরামের ক্যাপ্টেন। তবে রিয়ান পরাগের অল-রাউন্ড পারফর্ম্যান্সে ভর করে অসম শেষমেশ টেক্কা দেয় মিজোরামকে। ব্যর্থ হয় তরুবর কোহলির অধিনায়কোচিত দৃঢ়তায় করা অনবদ্য হাফ-সেঞ্চুরি।
রাজকোটে এলিট-এ গ্রুপের ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে মিজোরাম। তারা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করেন। ক্যাপ্টেন তরুবর কোহলি ৭৫ রান করে আউট হন। ৫২ বলের ইনিংসে তিনি ৮টি চার মারেন। এছাড়া জোসেফ ১২ রান করেন। খাতা খুলতে পারেননি বাংলা ছেড়ে মিজোরামে যোগ দেওয়া শ্রীবৎস গোস্বামী।
রিয়ান পরাগ ৪ ওভারে মাত্র ১৮ রান খরচ করে ১টি উইকেট সংগ্রহ করেন। ২টি করে উইকেট নেন মৃন্ময় দত্ত ও রোশন আলম।
আরও পড়ুন:- Syed Mushtaq Ali Trophy: প্রথম বোলার হিসেবে মুস্তাক আলিতে উইকেটের সেঞ্চুরি চাওলার, যদিও উৎসবের মেজাজ মাটি করলেন পূজারা
পালটা ব্যাট করতে নেমে অসম ১৬.৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১১৮ রান তুলে ম্যাচ জিতে যায়। ২১ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে তারা। রিয়ান আগ্রাসী হাফ-সেঞ্চুরি করে অপরাজিত থাকেন। তিনি ৩০ বলে ৫২ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন। মারেন ৪টি চার ও ২টি ছক্কা। এছাড়া শুভম মণ্ডল ৩৯ রানের যোগদান রাখেন। ১৫ রান করেন ডেনিস দাস।
আরও পড়ুন:- Syed Mushtaq Ali Trophy: তারায় ভরা তামিলনাড়ুর বিরুদ্ধে একাই ভেল্কি দেখালেন শাহবাজ, মুস্তাক আলিতে দুর্দান্ত জয় বাংলার
চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে রিয়ানের এটি প্রথম হাফ-সেঞ্চুরি। তিনি বিদর্ভের বিরুদ্ধে প্রথম ম্যাচে ১৯, উত্তরাখণ্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে অপরাজিত ২৮ ও মুম্বইয়ের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে ২৮ রান সংগ্রহ করেন। টুর্নামেন্টে সাকুল্যে ৩টি উইকেট নিয়েছেন পরাগ।
For all the latest Sports News Click Here