ব্যর্থ ওয়ার্নারের লড়াই, দিল্লিকে তাদের ঘরের মাঠে হারিয়ে IPL-এর প্লে-অফে ধোনিরা
প্লে-অফের টিকিট নিশ্চিত করতে হলে লিগের শেষ ম্যাচ জিততেই হতো চেন্নাই সুপার কিংসকে। হারলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা থেকেই যেত মহেন্দ্র সিং ধোনিদের। যদিও শেষ লিগ ম্যাচে কোনও ভুল করেনি চেন্নাই। দিল্লিকে তাদের ঘরের মাঠে হারিয়ে শেষ চারের টিকিট পকেটে পোরেন ধোনিরা। গুজরাট টাইটানসের পরে দ্বিতীয় দল হিসেবে আইপিএল ২০২৩-এর প্লে-অফ রাউন্ডে পৌঁছে যায় সিএসকে।
কোটলায় টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন চেন্নাই দলনায়ক মহেন্দ্র সিং ধোনি। সিএসকে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২২৩ রানের বিশাল ইনিংস গড়ে তোলে।
ঝোড়া হাফ-সেঞ্চুরি করেন দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ে। রুতুরাজ ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৭ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। তিনি শেষমেশ ৩টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৫০ বলে ৭৯ রান করে আউট হন। কনওয়ে ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকে যান। তিনি ১১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫২ বলে ৮৭ রানের আগ্রাসী ইনিংস খেলে মাঠ ছাড়েন।
এছাড়া ৩টি ছক্কার সাহায্যে ৯ বলে ২২ রানের ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন শিবম দুবে। রবীন্দ্র জাদেজা ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭ বলে ২০ রান করে অপরাজিত থাকেন। মহেন্দ্র সিং ধোনি ৪ বলে ৫ রান করে নট-আউট থাকেন।
দিল্লির হয়ে ১টি করে উইকেট দখল করেন খলিল আহমেদ, এনরিখ নরকিয়া ও চেতন সাকারিয়া। উইকেট পাননি ললিত যাদব, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব।
জবাবে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৪৬ রানে আটকে যায়। ৭৭ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে প্লে-অফের টিকিট নিশ্চিত করে চেন্নাই সুপার কিংস।
দিল্লির হয়ে কার্যত একা লড়াই চালান ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নার। তিনি ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। ওয়ার্নার শেষমেশ ৭টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৫৮ বলে ৮৬ রান করে মাঠ ছাড়েন।
For all the latest Sports News Click Here