ব্যর্থতার ময়নাতদন্ত হবে, ক্যারিবিয়ান ক্রিকেটারদের চোখরাঙানি বোর্ড প্রেসিডেন্টের
চলতি টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে ছিটকে যাওয়ার পরে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের কড়া সমালোচনা করলেন ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের সভাপতি রিকি স্কেরিট। তিনি প্রকারান্তরে প্রশ্ন তুলে দেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের ব্যাটিং সংস্কৃতি নিয়ে। সেই সঙ্গে স্পিন খেলতে না পারার দুর্বলতার কথাও উল্লেখ করেন স্কেরিট।
সঙ্গে প্রচ্ছন্ন চোখরাঙানিও দিয়ে রাখেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান। তিনি স্পষ্ট উল্লেখ করেন যে, বিশ্বকাপের প্রস্তুতি ও হতাশাজনক পারফর্ম্যান্সের ময়নাতদন্ত করা হবে এবং ব্যর্থতা থেকে উঠে দাঁড়ানোর উপায় খুঁজে বার করা হবে।
শুক্রবার আয়ারল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই ছিটকে যায় ওয়েস্ট ইন্ডিজ। তার পরেই সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্ত জারি করে নিজের হতাশা প্রকাশ করেন স্কেরিট। তিনি বিজ্ঞপ্তিতে জানান, ‘অস্ট্রেলিয়ায় (টি-২০ বিশ্বকাপে) দলের পারফর্ম্যান্সে আমি অত্যন্ত হতাশ এবং বাকিদের হতাশাটাও উপলব্ধি করতে পারছি। প্রতিপক্ষের স্লো বোলিংয়ের বিরুদ্ধে আমাদের ব্যাটসম্যানদের দুর্বলতা জারি থাকে এবং অস্ট্রেলিয়ায় সেটা আরও প্রকট হয়। অসময়ে ভুলভাল শট বেছে নেওয়াটা আমাদের সিনিয়র দলের টি-২০ ব্যাটিং সংস্কৃতির গভীরে ঢুকে গিয়েছে বলে মনে হচ্ছে।’
আরও পড়ুন:- Probable XI: ভারত সফরে ঝড় তোলা তারকাকে হয়ত বসতে হবে রিজার্ভ বেঞ্চেই, দেখুন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ
স্কেরিট আরও জানান, ‘দলের বিশ্বকাপের প্রস্তুতি ও পারফর্ম্যান্স নিয়ে পুঙ্খনুপুঙ্খ ময়নাতদন্ত করা হবে। সব ফর্ম্যাটে দলের পারফর্ম্যান্সের উন্নতি ও ধারাবাহিকতার জন্য সমাধান সূত্র খুঁজে বার করা হবে।’
আরও পড়ুন:- 2,6,2,6,W,W: শেষ ওভারে দরকার ছিল ২০, প্রথম চার বলে ১৬ রান তুলেও ম্যাচ হারল সিডনি
উল্লেখ্য, প্রথম রাউন্ডের শুরুতেই দুর্বল স্কটল্যান্ডের কাছে ম্যাচ হেরে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। পরে জিম্বাবোয়েকে হারালেও লিগের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের কাছে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হয় ক্যারিবিয়ানদের। বি-গ্রুপ থেকে সুপার টুয়েলভের যোগ্যতা অর্জন করে জিম্বাবোয়ে ও আয়ারল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজই প্রথম দল, যারা অতীতে চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও বিশ্বকাপের সুপার টুয়েলভে জায়গা করে নিয়ে ব্যর্থ হয়।
For all the latest Sports News Click Here