ব্যবসায়িক স্বার্থেই ভারত বিশ্বকাপের ৫টি ম্যাচ খেলবে রবিবারে- গুরুত্বপূর্ণ তথ্য
ঘোষিত হয়েছে ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি। ৫ অক্টোবর আমদাবাদে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। ১৯ নভেম্বর আমদাবাদেই খেলা হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। ১৫ অক্টোবর নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে হাই-ভোল্টেজ ভারত-পাক মহারণ। আপাতত জেনে নেওয়া যাক বিশ্বকাপের সূচি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
# যদি ওয়েস্ট ইন্ডিজ যোগ্যতা অর্জন পর্বের বাধা টপকে মূলপর্বে জায়গা করে নেয়, তাহলে তারা এক নম্বর কোয়ালিফায়ার দলের মর্যাদা পাবে। তারা লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকলেও ছবিটা বদলাবে না।
# যদি শ্রীলঙ্কা মূলপর্বের যোগ্যতা অর্জন করে, তাহলে তারা দ্বিতীয় কোয়ালিফায়ার দলের তকমা পাবে। লিগ টেবিলের শীর্ষে থাকলেও এক্ষেত্রে অবস্থান বদলাবে না তাদের।
# পাকিস্তান যদি বিশ্বকাপের শেষ চারে জায়গা করে নেয়, তবে তারা কলকাতায় খেলবে সেমিফাইনাল ম্য়াচ। মুম্বইয়ে খেলতে হবে না বাবর আজমদের।
# ভারত যদি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে, তাহলে তারা ওয়াংখেড়ে স্টেডিয়ামে শেষ চারের লড়াই চালাবে। একমাত্র সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হলে ভারত শেষ চারের ম্যাচে মাঠে নামবে কলকাতার ইডেন গার্ডেন্সে।
# ভারত বিশ্বকাপের মোট ৫টি লিগ ম্যাচ খেলবে রবিবারে। ২টি ম্যাচ খেলবে বুধবারে। ১টি করে ম্যাচ খেলবে বৃহস্পতি ও শনিবারে। ভারত রবিবারে মাঠে নামবে অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
# আমদাবাদ, মুম্বই, পুণে, চেন্নাই, বেঙ্গালুরু, কলকাতা, হায়দরাবাদ, ধরমশালা, দিল্লি ও লখনউ, এই ১০টি শহরে বিশ্বকাপের মূলপর্বের ম্যাচগুলি খেলা হবে। তিরুবনন্তপুরম, গুয়াহাটি ও হায়দরাবাদে খেলা হবে প্রস্তুতি ম্যাচগুলি। ভারত হায়দরাবাদ ছাড়া ৯টি শহরে লিগের ম্যাচে মাঠে নামবে।
# ৪৫টি লিগ ম্যাচ, ২টি সেমিফাইনাল ও ১টি ফাইনাল-সহ বিশ্বকাপে মোট ৪৮টি ম্যাচ আয়োজিত হবে। খেলা হবে ৪৬ দিন ধরে।
# ৪৮টি ম্যাচের মধ্যে মাত্র ৬টি ম্যাচ খেলা হবে শুধুমাত্র দিনের বেলা। বাকি ৪২টি ম্যাচ খেলা হবে দিন-রাতে। বিশ্বকাপের ডে ম্যাচগুলির তালিকা-
১. বাংলাদেশ বনাম আফগানিস্তান
২. নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ
৩. কোয়ালিফায়ার ১ বনাম কোয়ালিফায়ার ২
৪. অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড
৫. নিউজিল্যান্ড বনাম পাকিস্তান
৬. অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ
# ডে ম্যাচগুলি শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী বেলা ১০টা ৩০ মিনিট থেকে। ডে-নাইট ম্যাচগুলি শুরু হবে দুপুর ২টোর সময়।
For all the latest Sports News Click Here