ব্যক্তিগত কারণে কাতারে ইংল্যান্ড স্কোয়াড ছেড়ে দেশে ফিরে গেলেন বেন হোয়াইট
শুভব্রত মুখার্জি: ইতিমধ্যেই নক আউট পর্বে যাওয়া নিশ্চিত হয়ে গিয়েছে ইংল্যান্ডের। তবে নক আউট পর্ব শুরুর আগেই ধাক্কা খেল ব্রিটিশ স্কোায়াড। তাদের ডিফেন্ডার বেন হোয়াইটকে ছেড়ে দিতে বাধ্য হল ইংল্যান্ড। ব্যক্তিগত কারণের জন্য তাঁকে কাতার বিশ্বকাপের স্কোয়াড থেকে রিলিজ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তিনি ইতিমধ্যেই দেশে ফিরে গিয়েছেন।
আরও পড়ুন: হেরেও শীর্ষে ফ্রান্স, নকআউটে অজিরা,ছিটকে গেল ডেনমার্ক-তিউনিশিয়া
আর্সেনালের হয়ে প্রিমিয়র লিগে খেলেন ডিফেন্ডার বেন হোয়াইট। তিনি কাতার বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে খেলতে আর ফিরবেন না বলেই খবর। ইংল্যান্ড ফুটবল ফেডারেশনের তরফে জানানো হয়েছে, ‘আমরা ফুটবলারদের গোপনীয়তা রক্ষায় বিশ্বাস করি। এই মুহূর্তে দাঁড়িয়ে ওদের গোপনীয়তা যাতে রক্ষা করা হয়, তার আবেদন জানাচ্ছি।’ ২৫ বছর বয়সি এই ডিফেন্ডার ইতিমধ্যেই ইংল্যান্ডের হয়ে চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন। তবে কাতার বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে তিনি একটি ম্যাচও খেলেননি। প্রসঙ্গত, বিশ্বকাপে গ্রুপ-বি-তে ছিল ইংল্যান্ড। সেখানে তারা গ্রুপ শীর্ষে থেকেই নক আউট পর্বে গিয়েছে।
আরও পড়ুন: সবার রঙে রঙ মিশাতে রাজি হল FIFA, বিশ্বকাপে উঠল রামধনু নিষেধাজ্ঞা
প্রথম দু’টি গ্রুপ ম্যাচে ইরান এবং আমেরিকার বিরুদ্ধে সুযোগ পাননি তিনি। আর ওয়েলসের বিরুদ্ধে অসুস্থতার কারণে খেলা হয়নি তাঁর। এই ওয়েলস ম্যাচ ৩-০ ফলে জিতেই নক আউটের টিকিট নিশ্চিত করেছিল ইংল্যান্ড।
বেন হোয়াইটের খবর শুনে তাঁর পাশে থাকার বার্তা দিয়েছেন আর্সেনাল ক্লাব কর্তৃপক্ষ এবং ক্লাবের সমর্থকেরা। সারা জীবন রাইট-ব্যাক হিসেবেই খেলেছেন বেন হোয়াইট। গত মরশুমে আর্সেনালের হয়েও দুরন্ত খেলার পরেই গ্যারেথ সাউথগেটের প্রশিক্ষণাধীন ইংল্যান্ড দলের হয়ে কাতার বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি।
For all the latest Sports News Click Here