বোল্ড হওয়ায়, রেগে গিয়ে ১৪ বছরের কিশোরকে গলা টিপেই খুন করে বসল ১৭ বছরের ব্যাটার
ক্রিকেট মাঠে ঘটে গেল অত্যন্ত দুঃখজনক ঘটনা। ১৭ বছরের তরুণ ক্রিকেটার শ্বাসরোধ করে খুন করে বসলেন ১৪ বছরের এক কিশোরকে। যেটা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনাটি ঘটিয়েছে উত্তরপ্রদেশের কানপুরের ঘতমপুর এলাকার রাহতি ডেরা গ্রামে। সোমবার সন্ধ্যায়। ক্রিকেট ম্যাচ চলাকালীন বোল্ড আউট হয়ে গিয়েছিলেন ১৭ বছরের ব্যাটার। আর সেই রাগেই ১৪ বছরের বোলারের গলা টিপে ধরে সে। শ্বাসরোধ হয়ে মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সেই কিশোর। কোতয়ালি থানায় মৃতের পরিবার খুনের অভিযোগ দায়ের করেছে।
পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে, মৃত কিশোরের দুই ভাই এবং চার বোন রয়েছে। তার বাবা এক জন সামান্য চাষী। গ্রামবাসীদের দাবি, তিন বছর আগে মৃত কিশোরের কাকিমাকেও পিটিয়ে হত্যা করেছিল অভিযুক্তের পরিবারের সদস্যেরা। সেই ঘটনার সঙ্গে সোমবারের ঘটনার কোনও যোগ সূত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আরও পড়ুন: পছন্দের জায়গায় খেলতে দিতে হবে, পাকিস্তানের আব্দার মানছে না ICC এবং BCCI- রিপোর্ট
মৃতদেহকে ঘিরে পরিবারের ক্ষোভ
পুলিশ মৃতদেহকে ময়নাতদন্তের জন্য পাঠাতে চেয়েছিল। কিন্তু শুরুতে রাজি হয়নি তাঁর পরিবার। মৃতের পরিবার দাবি করে, এই ঘটনার সঙ্গে জড়িত দুই অভিযুক্তকে গ্রেফতার না করা পর্যন্ত তারা মৃতদেহ ছাড়বে না। এমন কী ময়নাতদন্তও পাঠাবে না তারা। শেষ পর্যন্ত ঘটনাস্থলে গিয়ে স্থানীয় কোতয়ালি থানার অফিসার ইন চার্জ বিক্রম সিং-কে ছুটে আসতে হয়। এবং পরিবারের সদস্যদের যথাযথ পদক্ষেপ করার আশ্বাস দেওয়ার পরেই ১৪ বছরের কিশোরকে ময়নাতদন্তে রাজি হন মৃতের পরিবারের সদস্যেরা।
আরও পড়ুন: ল্যাবুশানকে সরিয়ে Test Ranking-এ শীর্ষে জো রুট, দুইয়ে কেন উইলিয়ামসন, রোহিতদের যন্ত্রণা বাড়িয়ে এক নম্বর বোলার অশ্বিনই
কী ঘটনা ঘটেছিল?
সোমবার একটি স্থানীয় ক্রিকেট ম্যাচ চলার সময়ে মর্মান্তিক ঘটনাটি ঘটে যায়।। পুলিশ জানিয়েছে, ১৪ বছরের কিশোরের বলে আউট হয়ে গিয়েছিল ১৭ বছরের ব্যাটার। আর এতেই নাকি এতে ক্ষেপে যায় অভিযুক্ত সেই ব্যাটার যে বোলারের সঙ্গে ঝগড়া শুরু করে দেয় সে। ক্রিজ ছেড়েও বের হতে চায়নি। পরে দু’জনে মারামারিতে জড়িয়ে পড়লে অভিযুক্ত কিশোর এবং তার ভাই দু’জনে মিলে ১৪ বছরের ওই কিশোরকে ব্যাপক মারধর করে।
একটা সময়ে সেই কিশোরকে মাঠের মধ্যে ফেলে তার গলা টিপে ধরে ১৭ বছরের অভিযুক্ত তরুণ। গুরুতর আহত অবস্থায় ১৪ বছরের ওই কিশোরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। আর মৃত্যুর কারণ হিসেবে শ্বাসরোধে কথা উল্লেখ করা হয়েছে। ঘটনায় জড়িত সকলে নাবালক হওয়ায় কারও নাম প্রকাশ করেনি পুলিশষ ঘটনার পরেই অভিযুক্ত কিশোর এবং তার ভাই পালিয়ে গিয়েছে। অভিযুক্ত দু’ভাইয়ের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
For all the latest Sports News Click Here