বোলিংয়ের সময়ে চাপে ফেলা হয়, আমরা প্যানিক করিনি, ফিল্ডিংও ভালো হয়েছে: শাকিব
শুভব্রত মুখার্জি: ঘরের মাঠে টি-২০ ফর্ম্যাটে এক ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছে টাইগাররা। চট্টগ্রামের ২২ গজে ইতিহাস রচনা করেছেন নাজমুল হোসেন শান্তরা। জোস বাটলার বাহিনীর বিরুদ্ধে ছয় উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে শাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। যে জয়ের আশা করেননি কোন ক্রিকেট বিশেষজ্ঞ। সেই জায়গায় দাঁড়িয়ে ১২ বল বাকি থাকতে এই জয় নিশ্চিতভাবেই তাৎপর্যপূর্ণ। যে কথা অকপটে স্বীকার করে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান। তাঁর মতে বোলিংয়ের সময়ে চাপে ফেলা হয়েছিল বাংলাদেশকে। তবে এতকিছুর পরও বাংলাদেশ বোলাররা প্যানিক করেননি। দলের ফিল্ডিংও ভালো হয়েছে বলে দাবি করেছেন শাকিব আল হাসান।
আরও পড়ুন… ভিডিয়ো: কাছে পৌঁছেও মেসিকে স্পর্শ করতে পারলেন না! মাঠে ঢুকেও ব্যর্থ LM10-এর ভক্ত
ম্যাচ শেষের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাকিব আল হাসান জানান, ‘যে ভাবে আজকের ম্যাচটা নিয়ে আমরা এগিয়ে গিয়েছি তা অনবদ্য। যখন আজকের ম্যাচে আমরা বোলিং করেছি আমাদেরকে চাপে ফেলা হয়েছিল। তবে আমরা ঘাবড়ে যাইনি। কোন বোলার এদিন প্যানিক করেননি। আমি একটা ক্যাচ আজকে ফেলেছি। ওটা বাদ দিলে আজকে আমাদের ফিল্ডিংটাও বেশ ভালো হয়েছে। আর প্রতি ম্যাচেই আমরা এটা করতে চাই। যখন একটা জিনিস নিয়ে আমরা খুব বেশি একটা বেশি চিন্তা ভাবনা করি না, তখন স্বাভাবিকভাবেই আমাদের পারফরম্যান্স ভালো হয়। আশা করব এই জয়টা আমাদেরকে খুব সাহায্য করবে ভবিষ্যতেও। এখান থেকে আমরা আরও উন্নতি করতে পারব বলেই মনে করি।’
আরও পড়ুন… যতদিন দরকার, ততদিনই ভালোবাসা! কার উদ্দেশ্যে ইনস্টায় বার্তা দিলেন পৃথ্বী শ
ম্যাচের কথা বললে, এ দিন ইংল্যান্ড প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৫৬ রান করে। ওপেনার ফিল সল্ট ৩৮ রান করে আউট আউট হন। অধিনায়ক জোস বাটলার এদিন একটি ঝোড়ো ইনিংস উপহার দেন। ৪২ বলে ৬৭ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন জোস বাটলার। তাঁর ইনিংসে সাজানো ছিল চারটি চার এবং চারটি ছয়ে। এ ছাড়া বেন ডাকেট ১৩ বলে ২০ রান করেন। এ ছাড়া আর কোন ইংলিশ ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি। জবাবে রান তাড়া করতে নেমে বাংলাদেশকে শক্ত ভিতের উপর দাঁড় করান তাদের ওপেনার লিটন দাস এবং রনি তালুকদার। দলের হয়ে একটি অনবদ্য ইনিংস উপহার দেন নাজমুল হোসেন শান্ত। ৩০ বলে ৫১ রান করেন তিনি। ২৪ বলে ৩৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক শাকিব আল হাসান।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here