বোলাররা নরখাদকের মতো, মনের জোরেই সাফল্য পেয়েছে রোহিত, সার্টিফিকেট সচিনের
সময় সদা পরিবর্তনশীল এবং তার নিয়মেই মুহূর্তে বদলে যায় সবকিছু। মাত্র বছর দুই আগেও টেস্টে রোহিত শর্মার ভারতীয় দলে জায়গা পাওয়া প্রায় অসম্ভব ছিল, তবে দুই বছর পর আজ সেই রোহিতই টেস্ট দলের সহ-অধিনায়ক। আইসিসির ক্রমতালিকায় এক নম্বর ভারতীয় টেস্ট ব্যাটারও বটে। লাল বলের ক্রিকেটে রোহিতের এই সাফল্যের পিছনের কারণ ফাঁস করলেন সচিন তেন্ডুলকর।
রোহিত শর্মা সীমিত ওভারের মতো টেস্ট ক্রিকেটেও ওপেনিং করা শুরু করার পর থেকেই তাঁর ভাগ্য বদলে যায়। গত ইংল্যান্ড সিরিজে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ (৩৬৮ রান) রানসংগ্রাহক তো তিনি ছিলেনই, তবে তার থেকেও বড় কথা ইংল্যান্ডের সুইং সহায়ক পরিবেশে তিনি যেভাবে নতুন বলকে খেলেছেন, তা বিশেষজ্ঞ থেকে সমর্থক, সকলেরই প্রশংসা কুড়িয়ে নিয়েছিল। রোহিত নিজে তাঁর ব্যাটিংয়ে উন্নতির জন্য খেলার ধরন বদলের কথা বললেও সচিন কিন্তু বলছেন আসল ব্যাপারটা মানসিকতায় বদল।
‘Backstage with Boria’ নামক এক শো-তে সচিন বলেন, ‘গোটা ব্য়াপারটাই মানসিক। যখন আমরা নিজেদেরকে কোনকিছু করা থেকে আটকাই, তাহলে সবার প্রথমে কিন্তু ওটাই করতে উদ্যত হই। নিজেকে ইতিবাচক রাখাটাই আসল লক্ষ্য। ইতিবাচক থাকলে তার প্রভাব খেলার ওপরও স্পষ্ট বোঝা যায়। সহজে পা চলে, সঠিক বলে শট খেলা সম্ভব হয়। অপরদিকে, নার্ভাস হয়ে ব্যাটে নামলে কিন্তু সেটা প্রতিপক্ষ সহজেই ধরে ফেলতে পারে। বোলাররা নরখাদকের মতো, যারা জানে ঠিক কোন সময় শিকারের ওপর ঝাঁপাতে হবে।’ মত ‘লিটল মাস্টার’ সচিন তেন্ডুলকরের।
For all the latest Sports News Click Here