বোলারদের অপমান করা হচ্ছে- জাম্পার রানআউট করা নিয়ে হাসির মন্তব্যে চটেছেন অশ্বিন
অ্যাডাম জাম্পার মানকাডিং আউট নিয়ে বিতর্ক চরমে পৌঁছে গিয়েছে। এ বার সেই বিতর্কে জড়িয়ে পড়লেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। যিনি নিজেও আগে মানকাডিং আউট করে বিতর্কে জড়িয়েছিলেন।
মঙ্গলবার বিগ ব্যাশ লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল মেলবোর্ন স্টারস এবং মেলবোর্ন রেনেগেডস। প্রথমে বল করছিল স্টারস। দলের স্পিনার অ্যাডাম জাম্পা ইনিংসের শেষ ওভারে বল করতে যান। ব্যাট করছিলেন রেনেগেডসের ম্যাকেঞ্জি হার্ভে। নন-স্ট্রাইকিং প্রান্তে ছিলেন থমাস রজার্স। বল করার সময় রজার্সকে মানকাডিং আউট করেন জাম্পা।
আরও পড়ুন: আমি বোলার হলে ওর খেলায় দুঃখ পেতাম, T20-তে ও সেরা- সূর্যের প্রেমে ডুবে হার্দিক
ক্রিকেটের নিয়মে পরিষ্কার আউট। জাম্পা যখন উইকেট ভাঙেন তখন ক্রিজের অনেকটা বাইরে ছিলেন রজার্স। সিদ্ধান্ত নেওয়ার জন্য তৃতীয় আম্পায়ারের কাছে আবেদন করেন মাঠের আম্পায়ার। বেশ কয়েক বার রিপ্লে দেখার পরে রজার্সকে নট আউট দেন তৃতীয় আম্পায়ার। এই সিদ্ধান্তে হতবাক হয়ে যান জাম্পা। ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক।
কিন্তু এই ঘটনার পরে হাসি জানান, আম্পায়ার আউট দিলেও তাঁরা আবেদন ফিরিয়ে নিতেন। কারণ, তাঁরা মনে করেন, এ ভাবে কোনও ব্যাটারকে আউট করা উচিত নয়। হাসির এই মন্তব্যেই চটেছেন অশ্বিন।
আরও পড়ুন: কুকুরের প্রাতঃরাশের মতোই খারাপ- PAK vs NZ ম্যাচ সময়ের আগে শেষ হওয়ায় বিরক্ত নিশাম
ভারতীয় দলের তারকা স্পিনার নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘আমি এ কথা মানি না। যদি আবেদন ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্তই নেওয়া হত, তা হলে তৃতীয় আম্পায়ারের কাছে বিষয়টা যাওয়ার আগেই সেটা বলতে হত। আর কেনই বা আবেদন ফিরিয়ে নেওয়া হবে? বোলার রান আউট করেছে। এ ভাবে আউট নিয়মে রয়েছে। বোলার বা অধিনায়ক কিছু বলছে না। তা হলে কোচের নাক গলানোর কী দরকার? এই মন্তব্য করে বোলারদের অপমান করা হচ্ছে।’
অশ্বিনের দাবি অনুযায়ী, এই আউটের ক্ষেত্রে মোটেও বোলাররা দোষী নন। আসল দোষ, নন স্ট্রাইকার জোনে যে ব্যাটার রয়েছেন তাঁরই। ভারতের তারকা স্পিনারের স্পষ্ট বক্তব্য, ‘আমি এ কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গিয়েছি, সবাই বোলারের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলছে, কেউ দেখছে না, বল করার আগেই ব্যাটার ক্রিজ ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে দোষী ব্যাটার। কিন্তু কেউ সে দিকে তাকাচ্ছে না। সবাই বোলারকে নিয়ে পড়েছে।’
প্রসঙ্গত, ২০১৯ সালের আইপিএলের ম্যাচে রাজস্থানের ব্যাটার জস বাটলারকে মানকাডিং আউট করেছিলেন পঞ্জাব কিংসের অধিনায়ক অশ্বিন। সেই ঘটনা নিয়েও তুমুল বিতর্ক হয়েছিল।
For all the latest Sports News Click Here