‘বোলারকে মাঠে আগ্রসন দেখাতে হবে’, বাবরের দিকে বল ছোড়া নিয়ে সাফ জবাব আমিরের
পাকিস্তান সুপার লিগে মঙ্গলবার করাচিতে মুখোমুখি হয় পেশোয়ার জালমি ও করাচি কিংস। এই ম্যাচে হারে করাচি কিংস। সেই সঙ্গে ম্যাচ চলাকালীন উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার সূত্রপাত হয় করাচি সুপার কিংসের হয়ে পাকিস্তানের তারকা বোলার মহম্মদ আমির বল করতে আসার পর। সেই সময় ব্যাট করছিলেন পাকিস্তানের জাতীয় দলের অধিনায়ক বাবর আজম।
এই ম্যাচে দুর্ধর্ষ ফর্মে থাকা বাবর রেয়াত করেননি আমিরকে। ম্যাচের ষষ্ঠ ওভারে বল করতে আসেন আমির। আর সেই সময় তার প্রথম বলটিকে খুব সহজেই বাউন্ডারি পাঠিয়ে দেন বাবর। এই ম্যাচের প্রথম ওভারে আমিরের বিরুদ্ধে বাউন্ডারি মারেন বাবর। ষষ্ঠ ওভার এর প্রথম বলে বাউন্ডারি মারার পর দ্বিতীয় বল রক্ষণাত্মকভাবে খেলেন বাবর। সেই বল পৌঁছে যায় আমিরের হাতে। আমির বল ধরে উইকেটরক্ষকের দিকে ছুড়ে দেন। যা নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
ম্যাচের পর এই ঘটনা সম্পর্কে আমির বলেন, ‘যা ঘটেছে তা মাঠের উত্তেজনার জন্য। বাবরের বিরুদ্ধে আমার ব্যক্তিগত কোনও আক্রোশ নেই। বোলারদের মাঠে আগ্রাসন দেখাতে হবে। তাদের সেরাটা বের করতে হবে।’ তিনি আরও বলেন, ‘এই লিগের সৌন্দর্যটা যা বোলারদের চাপে রাখে। আমি এই ম্যাচের চাপে ছিলাম। এই চাপ নিজেকে আরও উন্নতি করতে সাহায্য করবে।’ এই ম্যাচে মহম্মদ আমির চার ওভারে ৪২ রান দেন। একটিও উইকেট পাননি।
ম্যাচে দুর্দান্ত ফর্মে ছিলেন বাবর আজম। ৪৬ বলে ৬৮ রান করেন। ইনিংস সাজান সাতটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির মাধ্য়মে। পাকিস্তান সুপার লিগে বাবরের সতীর্থ টম কোহলার-ক্যাডমোর ৫০ বলে দুর্ধর্ষ ৯২ রানের ইনিংস খেলেন। তাঁর ঝুলিতে রয়েছে সাতটি বাউন্ডারি ও ছয়টি ওভার বাউন্ডারি। নির্ধারিত ওভারে ১৯৯ রান করেন বাবর আজমরা।
জবাবে ব্যাট করতে নেমে ১৯৭ রানে শেষ হয় করাচি কিংসের দৌড়। ইমাদ ওয়াসিম ৪৭ বলে ৮০ রানে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসটি সাজানো ছিল ৭টি বাউন্ডারি এবং ৪টি ওভার বাউন্ডারির মাধ্যমে। অল্পের জন্য ম্যাচ হাতছাড়া করে করাচি কিংস।
For all the latest Sports News Click Here