বোনের দাহকাজে এসে মৃত্যু ভাইয়ের, জোড়া শোক তামিল অভিনেতার পরিবারে
মাত্র কিছু ঘণ্টার এদিক ওদিক তাতেই তছনছ গোটা পরিবার। একই দিনে দুই প্রিয়জনকে হারানোর শোক পেলেন দক্ষিণী অভিনেতা এবং পরিচালক বোস ভেঙ্কেট। গত শুক্রবার এই তামিল অভিনেতার ভাই এবং বোন একই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মাত্র কয়েক ঘণ্টার তফাতে। সূত্রের খবর অনুযায়ী ২৩ জুন ভোরবেলা অভিনেতার বোন হৃদরোগে আক্রান্ত হন, এবং তৎক্ষণাৎ মারা যান। তিনি চেন্নাইতে থাকতেন বলেই জানা গিয়েছে।
অন্যদিকে অভিনেতার ভাই রঙ্গনাথন পুদুকোট্টাই জেলার পান্ডিপাথিরাম গ্রামে থাকতেন। বোনের মৃত্যুর খবর পেয়ে তিনি চেন্নাই যান তাঁর শেষকৃত্যে সামিল হওয়ার জন্য। গোটা পরিবার যখন শোকাতুর তখন কোনও ভাবেই বোনের এই চলে যাওয়া মেনে নিতে পারেননি তিনি। শোকে বিহ্বল হয়েই বোনের শেষকৃত্যের সময়ই তিনিও হৃদরোগে আক্রান্ত হন এবং তাঁর গায়ে ঢলে পড়েন। তৎক্ষণাৎ তাঁর মৃত্যু হয়। একসঙ্গে এভাবে পরিবারের দুজনের চলে যাওয়ায় বোস ভেঙ্কেটের পরিবারের সকলেই ভেঙে পড়েছেন। জোড়া শোক এখনও সামলে উঠতে পারছে না তাঁদের গোটা পরিবার।
এদিন এই তামিল অভিনেতা তাঁর বোনের একটি ছবি শেয়ার করেন ইনস্টাগ্রামে। সেখানে তিনি বোনের জন্য শোকজ্ঞাপন করে লেখেন, ‘আমার বোন ভালারমাথি গুণশেখরনক ইশ্বর আমাদের থেকে কেড়ে নিয়েছেন।’
সূত্রের খবর অনুযায়ী অভিনেতার বোন এবং ভাই দুজনেরই দাহকাজ শেষ পর্যন্ত আরানথাঙ্গিতে করা হয়। সেখানে তাঁদের পরিবারের সকলে এবং সমস্ত প্রিয়জনরা উপস্থিত ছিলেন। অভিনেতার ভক্ত এবং সহকর্মীরা তাঁকে সমবেদনা জানিয়েছেন।
প্রসঙ্গত বোস ভেঙ্কেট দক্ষিণের একজন অতি জনপ্রিয় মুখ। তিনি যেমন ছোট পর্দায় কাজ করেছেন তেমনই বড় পর্দায় কাজ করেছেন। ইতিবাচক, নেতিবাচক দুই ধরনের চরিত্রেই কাজ করে তিনি প্রশংসিত হয়েছেন।
For all the latest entertainment News Click Here