বোনুয়া প্রেম, মিমিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে বিশেষ বার্তা এল নুসরতের থেকে!
আজ জন্মদিন অভিনেত্রী মিমি চক্রবর্তীর। এই মুহূর্তে টলিউডের প্রথম সারির নায়িকার তালিকায় নাম আসে তাঁর। নুসরতকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভুললেন না ইন্ডাস্ট্রির সহকর্মী থেকে অনুরাগীরা। তবে সেসবের মধ্যে আলাদা করে হাইলাইট হল নুসরত জাহানের পাঠানো শুভেচ্ছা।
মিমিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নুসরত নিজেদের নানা মুহূর্তের একটা কোলাজ দিয়ে। আর ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাপি বার্থডে বোনুয়া’। সাথে ট্যাগও করেছেন মিমিকে। ভালোবেসে একে-অপরকে ‘বোনুয়া’ নামেই ডাকেন তাঁরা। একটি ভিডিয়োও পোস্ট করেছেন তিনি নিজেদের নানা মুহূর্তের।
গত বছর থেকেই মিমি আর নুসরতের মধ্যে চলা ঠান্ডা লড়াইয়ের খবর সামনে এসেছে। গত বছর যখন নুসরত জাহানের প্রেগন্যান্সির খবর নিয়ে ঝড় উঠেছিল চারিদিকে, তখন তা নিয়ে কোনও মনতব্য করতে রাজি হননি মিমি। এমনকী, প্রায় বছরখানেক হতে চলল মিমি আর নুসরতের একসঙ্গে তোলা নতুন কোনও ছবিও সামনে আসেনি। অনেক ভক্তই প্রশ্ন তুলেছিলেন, ‘নুসরতের ছেলে হওয়ার পরেও কি দেখা করতে যাননি মিমি?’
![মিমিকে জন্মদিনের শুভেচ্ছা নুসরতের। মিমিকে জন্মদিনের শুভেচ্ছা নুসরতের।](https://images.hindustantimes.com/bangla/img/2022/02/11/original/e896d253-0bf6-48dd-a7da-ec3d0420fa8b_1644582802128.jpg)
এমনকী, সংসদের শীতকালীন অধিবেশনে হাজির ছিলেন দু’জনেই। কিন্তু সেখান থেকেও তাঁদের একসাথে ছবি বাইরে আসেনি। এদিকে শশী থারুরের সাথে সেলফি তোলার সময় একফ্রেমে ছিলেন তাঁরা।
প্রসঙ্গত এবার ৩৩ বছরে পা রাখলেন মিমি। অভিনয়ে হাতেখড়ি ছোট পরদার জনপ্রিয় ধারাবাহিক ‘গানের ওপারে’ দিয়ে। এরপর ক্রিসক্রস, এসওএস কলকাতা, ড্রাকুলা স্যার, পোস্ত, বাপি বাড়ি যা, ধনঞ্জয়, খাদ– ভিন্ন ঘরনার ছবিতে কাজ করেছেন। শেষ তাঁকে দেখা গিয়েছে জিতের সাথে ‘বাজি’ সিনেমায়। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনার কারণে সিনেমা মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্মে।
For all the latest entertainment News Click Here