‘বোকা কথা বলে ফেসবুকে লাইমলাইটে আসেন’ কটাক্ষ লোপামুদ্রাকে, জবাব দিলেন গায়িকা
সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের হাত থেকে রক্ষা পাওয়া আজকাল বড় দূরহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে তারকাদের ক্ষেত্রে। সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট আসলেই শুরু হয়ে যায় কটাক্ষ। আর ট্রোলের হাত থেকে বাঁচতে পারলেন না গায়িকা লোপামুদ্রা মিত্রও। সোমবার ‘আজকের breakfast ছিলো…’ ক্যাপশনে একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি। যাতে সকালে কী কী খেয়েছেন তা বলতে শোনা যায় গায়িকাকে।
লোপামুদ্রা বলেন ‘সেঁকা পাউরুটি, একবাটি ঘুঘনি ঝুড়ি ভাজা আর পেঁয়াজ কুচি দিয়ে আর একটা ছোট্ট অমলেট। সঙ্গে চা। কার কার ভালো লাগে এটা?’ গাড়িতে বসেই এই ভিডিয়োখানা বানিয়েছিলেন তিনি। তবে এই পোস্টের কমেন্ট সেকশনেই ভেসে এল কটাক্ষ।
এক জনৈকের মন্তব্য, ‘আপনার কি কোনও কাজ নেই! আপনার গানের এতো ভক্ত সবাই, তবু এই সব বোকা বোকা কথা দিয়ে ফেসবুকে লাইমলাইটে আসেন কেন?’ জবাবে লোপামুদ্রা লিখলেন, ‘গানের থেকে খাবারের বাজার এখন ভালো, দিদি। রাগ করেন কেন?’
লোপামুদ্রা ব্যাপারটা হালকা চালে উড়িয়ে দিলেও বেশ চটেছেন তাঁর অনুরাগীরা। একজন লিখেছেন, ‘আজকাল সবার সবেতে সমস্যা। আপনিও তো পোস্টটা এড়িয়ে গেলে পারতেন। কমেন্ট করে আপনিই বা কেন আসলেন লাইমলাইটে।’ অপরজনের কমেন্ট, ‘এটা কিন্তু ঠিক বলেছেন দিদি। লকডাউনের পরে যে হারে খাবারের দোকান বেড়েছে, তা আপনার কথার সত্যতা প্রমাণ করে।’ তৃতীয়জন লিখলেন, ‘দিদি সব মানুষের কথার উত্তর দিতে যাবেন না। এরা খালি মানুষের ভুল খুঁজে বার করার চেষ্টা করে।’
গত ৩০ বছর ধরে সঙ্গীত দুনিয়ার সঙ্গে যুক্ত গায়িকা লোপামুদ্রা মিত্র। বরাবরই ইন্ডিপেন্ডেন্ট মিউজিক করে এসেছেন।
এর আগে নিজের বুটিক খোলা নিয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন লোপামুদ্রা। ‘শাড়ি বিক্রি করেন’ বলে কটাক্ষে লম্বা নোট শেয়ার করে ফেসবুকে লিখেছিলেন, ‘ঈশ্বরের বিশেষ কৃপায় আপনি আমাকে চেনেন, নামে জানেন, ছবিতে চেনেন, কণ্ঠস্বর চেনেন। আমরা মানুষ, আপনারই মতো। পাখি নই। পাখি নিজে নিজেই গান গায়। পোকামাকড়, দানা খেয়ে, তারপর গান গেয়ে বেড়ায়।আমাদের কিন্তু গান শিখে, চর্চা করে, কপালে শিকে ছিঁড়লে তবেই গান গাওয়াকে পেশা করা যায়। আমাদের খাবার যোগাড়ের জন্যই গান গাইতে হয়। …তাই আঘাত করলে দুবার ভাবুন। একটু ভাবুন। আরও অনেক কথা বলার আছে। অনেক কথা। যতো আঘাত পাবো, ততো বলতে পারবো, আমাদের কথা। অতিমানব টাইপ, আমাদের কথা।’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here