বৈঠকখানার মধ্যে কাঠের সেতু, রয়েছে বাগান, শৈল্পিক এই বাড়িই কিনছেন রিচা চাড্ডা!
ঠিকানা বদলাতে চাইছেন অভিনেত্রী রিচা চাড্ডা। আর তাই বেশ কিছু সময় ধরেই হন্য হয়ে খুঁজে চলেছেন নতুন বাড়ি। আলি ফজলের সঙ্গে ঘর বাঁধার জন্য স্বপ্নের কোনও আবাস কিনতে চাইছেন রিচা। শনিবার নিজের ইনস্টাস্টোরিজে এমনই একটি সুন্দর বাড়ির ভিডিয়ো পোস্ট করেছেন রিচা। লিখেছেন, ‘এই বাড়িটিই কিনতে চলেছি।’
অভিনেত্রী রিচা চাড্ডা যে বাড়ির ভিডিয়োটি পোস্ট করেছেন, তা দেখলে যে কেউ মুগ্ধ হবে। দেখা যাচ্ছে, বিশাল বাড়ির বিশাল হলের মাঝখানে রয়েছে একটি কাঠের সেতু বারান্দা, রয়েছে বিশাল খোলা বাগান। বাড়ির স্থাপত্য ঐতিহ্যবাহী, ও কিছুটা পুরনো ধাঁচের। কাঠের সেতুর বিপরীত দিকের দেওয়ালে রয়েছে পেইনটিং, রয়েছে কাঠের আসবাব। ভিডিয়ো দেখেই বোঝা যাচ্ছে সেতু বারান্দার এক প্রান্তে দাঁড়িয়ে ভিডিয়োটি তুলেছেন রিচা। যেটি দেখে মুগ্ধ নেটপাড়ার বাসিন্দারা। বিশেষ করে চোখ টেনে বাড়ির সামনে থাকা সবুজ বাগান।
আরও পড়ুন-তাপমাত্রা মাইনাস ১৫ ডিগ্রি! বরফগলা জলে বিকিনি পরে ডুব দিলেন রকুল প্রীত সিং, বুঝুন কাণ্ড…
আরও পড়ুন-‘প্রথাগত স্কুল-কলেজে যাইনি, পড়াশোনা বাড়িতেই’, জন্মদিনে জানালেন পর্দার ‘খোকাবাবু’
ইনস্টাস্টোরিজে বান্দ্রার রাস্তায় ভেলপুরি কেনার ভিডিয়োও পোস্ট করেছেন রিচা চাড্ডা। যেখানে তাঁকে সাদা টপ ও গোলাপি স্কার্টে দেখা যাচ্ছে। রিচাকে শেষবার দেখা গিয়েছেন ২০২১-এর ওয়েব সিরিজ ‘লাহোর কনফিডেন্সিয়াল’-এ। খুব শীঘ্রই তাঁকে ‘ফুকরে থ্রি’, ‘আভি তো পার্টি শুরু হুই হ্যায়’ এবং সঞ্জয় লীলা বনশালির বহুল প্রত্যাশিত ওয়েব শো ‘হীরামান্ডি’ ছবিতে দেখা যাবে। এর আগেও রিচা সঞ্জয়লীলা বনশালির সঙ্গে কাজ করেছেন, তাঁকে ‘গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা’য় গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে।
ব্যক্তিগত জীবনে ২০২০-তে রেজিস্ট্রি করার পর ২০২২-এ ঘটা করে অভিনেতা আলি ফজলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রিচা চাড্ডা। দিল্লিতে বসেছিল সেই বিয়ের আসর। টানা এক-সপ্তাহ ব্যাপী চলেছিল সেই অনুষ্ঠান। বিয়ের পর মুম্বইতে রিসেপশন পার্টিও রেখেছিল আলি-রিচা।
For all the latest entertainment News Click Here