বেশি ভদ্র হতে নেই! বলিউডে কাজ পাওয়া প্রসঙ্গে কেন বললেন নীনা
নীনা গুপ্ত সম্প্রতি অতীতের একটি কথা প্রকাশ্যে আনলেন। তিনি জানান তাঁর এক বন্ধু একটি ছবিতে নেয়নি, অথচ সেই ছবিতে তাঁর উপযুক্ত একটি চরিত্র ছিল। নীনার কথায়, চরিত্রটি যেন তাঁর জন্যই বানানো হয়েছিল, কিন্তু তবুও সেই কাজ তিনি পাননি। একটি সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, এই ইন্ডাস্ট্রিতে কাজ পেতে হলে আপনাকে নির্লজ্জ হতে হবে। তাঁর মতে এখানে বেশি ভদ্র হলে বা ভদ্রতা দেখালে কাজ মিলবে না।
নীনা গুপ্তকে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছে ‘উঁচাই’ ছবিতে। সেই ছবিতে তাঁর সঙ্গে অমিতাভ বচ্চন, অনুপম খের, বোমান ইরানি, সারিকা, পরিণীতি চোপড়া, নাফিসা আলি, ড্যানি ডেনজংপা, প্রমুখ ছিলেন। আগামীতে নীনা গুপ্তকে সঞ্জয় মিশ্রর ‘বধ’ ছবিটিতে দেখা যাবে। সেই ছবির প্রচারে গিয়ে নীনা জানান কীভাবে তাঁর এক বন্ধু তাঁর জায়গা অন্য আরেকজন সেই চরিত্রটি দিয়েছিলেন যা অভিনেত্রীর জন্য একদম যথাযথ ছিল।
বলিউড বাবলকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘একবার আমার এক ভালো বন্ধু যাঁর সঙ্গে আমি ‘লেডিজ স্পেশাল’ ছবিতে কাজ করেছি সে একটি নতুন ছবি বানাচ্ছিল। তো আমি তখন জানতে পারি ওর ছবিতে এমন একটি চরিত্র আছে যা আমার বয়সের এবং আমার জন্য উপযুক্ত। অথচ ও আমার বদলে অন্য কাউকে সেই চরিত্রের জন্য নিয়েছিল। আমি যখন জানতে পারি, আমি ওকে ফোন করে বলি আমায় নিলে না। তখন সে সময় বলেছিল, এবাবা আমি তোমার কথা একদম ভুলে গেছিলাম। ইন্ডাস্ট্রিতে এটাও হয়! ওরা ভুলে যায়।’
একই সঙ্গে তিনি বলেন, ‘এত বছর ইন্ডাস্ট্রিতে কাজ করে বুঝেছি তোমাকে নির্লজ্জ হতে হবে। এতদিন আমরা যেটা শিখে এসেছি ভদ্র হওয়া উচিত, সেটা ভালো, ইত্যাদি, তা একদমই নয়। নিজের ঢাক এখানে নিজেকেই পেটাতে হয়। বলতে হয় আমি ভালো আমাকে কাজে নাও।’
২০১৭ সালে নীনা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে কাজ চান। এরপর তিনি ‘বাধাই হো’ ছবিতে কাজ করেন। তিনি লিখেছিলেন, ‘আমি মুম্বাইতে থাকি এবং আমি ভালো ছবিতে ভালো চরিত্রে কাজ করতে চাই।’ তাঁকে এরপর বধ ছবিতে দেখা যাবে। এই ছবিটি আগামী ৯ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে বড়পর্দায়।
For all the latest entertainment News Click Here