বেশি বল ব্যাট কর, তাহলে তো বোলাররা ভয় পাবে, ধোনিকে বার্তা গম্ভীরের
প্রতিপক্ষের বিরুদ্ধে দাদাগিরির সঙ্গে ব্যাটিং করুন মহেন্দ্র সিং ধোনি। বোলারদের কাছে ব্যাট হাতে জুজু হয়ে উঠুক মাহি। আর তা যদি না করতে পারেন তাহলে রবীন্দ্র জাদেজাকে আরও বল খেলার সুযোগ করে দেওয়া হোক। রায়নার আগে উথাপ্পার কথা ভাবা হোক। ধোনির চেন্নাই দল ও মহেন্দ্র সিং ধোনির পারফরমেন্স নিয়ে এমনই মত ভারতের প্রাক্তন ব্যাটর গৌতম গম্ভীরের।
চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত নিজের পুরানো ফর্ম দেখাতে পারেননি মাহি। ফলে সর্বত্রই তাঁর ব্যাটিং পারফরমেন্স নিয়ে চর্চা চলছে। কী করা উচিত মাহির সে বিষয়ে বিশেষজ্ঞরা নিজেদের মত প্রকাশ করছেন। শেষ আলোচনায় এবার মুখোমুখি হলেন গৌতম গম্ভীর ও ইয়ন বিশপ। ইএসপিএন ক্রিকইনফোর এক অনুষ্ঠানে মাহি নিয়ে গৌতি মুখ খুললেন। গৌতম গম্ভীর বলেন, ‘তার ব্যাটিং সামনের দলের জন্য ত্রাসের কারণ হওয়া উচিত। কিন্তু আমার মনে হয় সে খেলার জন্য পর্যাপ্ত বলই পাচ্ছেন না। তার প্রথমে খেলা উচিত।’
গম্ভীরের কথার প্রসঙ্গে ইয়ন বিশপ জানান, ‘যদি পরিস্থিতি ভালো না হয় তাহলে অন্য খেলোয়াড় আছে, তাদের সুযোগ দিন। রবীন্দ্র জাদেজার আরও ব্যাটিং সুযোগ পাওয়া উচিত। পুরো মরশুম জুড়ে ধোনির খেলা দেখে মনে হয়নি যে এখন তিনি তার ফর্মে ফিরে পাবেন।’
তার প্রাক্তন সতীর্থ এবং প্রাক্তন কেকেআরের অধিনায়ক গৌতম গম্ভীর বলেছেন, ‘100 % আপনার উচিত হবে উথাপ্পাকে শেষ ম্যাচে শেষ একাদশে অন্তর্ভুক্ত করা। আপনি একটি ম্যাচ দিয়ে একজন খেলোয়াড়কে বিচার করতে পারবেন না। তারা অবশ্যই পরের ম্যাচ এবং প্লে -অফে ভালো করবে।’
একই সঙ্গে, ক্রিকেটার থেকে ধারাভাষ্যকার হয়ে ওঠা বিশপ বলেন, ‘সুরেশ রায়নার আগে এটা আমার জন্য অবশ্যই রবিন উথাপ্পা হবে। রায়না পুরো মরশুম বিশেষ কিছু করতে পারেনি। তাই আপনি উথাপ্পাকে মাত্র একটি ম্যাচ দিতে পারবেন না। তার অবশ্যই পরের ম্যাচে সুযোগ পাওয়া উচিত।’
For all the latest Sports News Click Here