‘বেশি ন্যাকামো!’, তৃণার বালিঝড় নিয়ে এমন কী লিখলেন নীল যে চটে গেল মিঠাই ভক্তরা?
৬ ফেব্রুয়ারি সোমবার থেকে শুরু হয়েছে ‘বালিঝড়’। একটা লম্বা বিরতির পর ফের ছোট পরদায় ফিরেছেন তৃণা সাহা। ‘খড়কুটো’র সৌগুন জুটি কামব্যাক করেছে আবার। অর্থাৎ তৃণার সঙ্গে দেখা যাবে কৌশিক রায়। সঙ্গে আছেন ‘ধুলোকণা’-খ্যাত ইন্দ্রাশিস রায়ও। ত্রিকোণ প্রেমের প্রেক্ষাপটেই ছবির জাল বুনেছেন লীনা গঙ্গোপাধ্যায়।
ঝোড়া-র সাজে ছবি দিলেন তৃণা সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে দর্শক-অনুরাগীদের উদ্দেশে দিলেন বার্তা। লিখেছেন, ‘একই টেনশন, একই রোমাঞ্চ, একই সেই ‘পেটে প্রজাপতি’ অনুভূতি জেগে ওঠে যখনই কোনও নতুন কাজ শুরু হয়… আমার সমস্ত দর্শক, বন্ধু, অনুরাগী, পরিবারকে ধন্যবাদ সবসময় আমাকে এত ভালোবাসা এবং আশীর্বাদ দেওয়ার জন্য। আপনারা সবাই এভাবেই আমাকে এগিয়ে নিয়ে যান। আপনারাই আমাকে প্রতিদিন আরও ভালো কাজ করার অনুপ্রেরণা যোগান। অনুগ্রহ করে আমার নতুন কাজের জন্যও ভালোবাসা এবং সমর্থন রাখবেন। দেখুন বালিঝড় রোজ সন্ধ্যা ৬টা থেকে। আপনাদের মন্তব্যের জন্য অধীরে আগ্রহে অপেক্ষা করে থাকব। প্রশংসা এবং সমালোচনা উভয়ই পূর্ণ হৃদয়ে গ্রহণ করা হবে।’
তবে সবাইকে একটু অবাক করে দিয়ে তৃণার এই পোস্টে কমেন্ট করলেন নীল। অবাক কারণ, গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে আলাদা হয়ে গিয়েছেন তাঁরা। এমনকী, বিবাহবার্ষীকিও কাটিয়েছেন একে-অপরকে ছাড়া। যদিও বিচ্ছেদের প্রসঙ্গ উঠলে তা হাওয়ায় উড়িয়ে দিয়েছেন, তবে একসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি দেননি মাসখানেকের বেশি সময় ধরে।
তৃণার এই পোস্টে নীল কমেন্ট করলেন, ‘অনেক শুভেচ্ছা ঝোড়া। আমি নিশ্চিত বালিঝড় সব টিআরপি রেকর্ড ভেঙে দেবে।’ যদিও মিঠাই ভক্তদের একটুও ভালো লাগেনি এমন কমেন্ট। একজন লিখেছেন, ‘একটু বেশিই ন্যাকামো হয়ে গেল না? আদৃক-সৌমিতৃষার সামনে দাঁড়াতেই পারবে না কোনওদিন। এবার তো লোককে বলব রাত ৮টাতেও যেন কেউ স্টার জলসা না দেখে। (নীলের বাংলা মিডিয়াম আসে রাত ৮টার স্লটে)’
প্রসঙ্গত, বালিঝড় মুখোমুখি হবে মিঠাই-এর। সম্প্রতি টিআরপি তালিকায় মিঠাই-এর সঙ্গে না পেরে ওঠা নবাব নন্দিনীকে সরিয়ে দেওয়া হয়েছে বিকেল ৬টার স্লট থেকে বিকেল ৫টায়।
ঠিক কেমন হবে বালিঝড় ধারাবাহিকের গল্প? এক নেতার (ভরত কল) মেয়ে ঝোড়া ওরফে তৃণা, যেই নেতা নিজে অবসর নিয়ে দলের দায়িত্ব তুলে দিতে চান মেয়ের হাতে। এবং দলেরই কর্মী মহার্ঘ্যর (কৌশিক রায়) সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করেন। কিন্তু ঝোড়া ভালোবাসে স্রোত ওরফে ইন্দ্রাশিসকে। তবে সবটা নিজের চোখে দেখে স্রোত চায় ঝোড়ার জীবন থেকে সরে দাঁড়াতে। কোন খাতে বইবে গল্প এখন সেটাই দেখার। বরাবরই লীনার গল্পে প্রাধান্য পেয়েছে ত্রিকোণ প্রেম। এবারেও তার অন্যথা হয়নি। তবে লীনা বরাবর জানিয়ে আসছেন, এই ধারাবাহিকে আসবে একাধিক টুইস্ট। এখন দেখার ভবিষ্যতে সত্যিই মিঠাইকে টিআরপি-তে টক্কর দিতে পারে কিনা।
For all the latest entertainment News Click Here