বেশি দাম দিল MI, তাও DC পেয়ে গেল পেসারকে, মারাত্মক ‘ভুল’ চারু শর্মার: রিপোর্ট
আইপিএলের নিলামে মারাত্মক ভুলের অভিযোগ উঠল ‘সুপার সাব’ চারু শর্মার বিরুদ্ধে। ক্রিকেট অ্যাডিক্টরের প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় পেসার খলিল আহমেদের জন্য বেশি টাকা হেঁকেছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু বড়সড় ভুল করেন নিলামকারী। দিল্লি ক্যাপিটালসের হাতে খেলোয়াড় তুলে দেওয়া হয়।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দেখা গিয়েছে, আইপিএলের মেগা নিলামের দ্বিতীয় দিনে খলিলকে নিয়ে মুম্বই এবং দিল্লির মধ্যে টানাটানি শুরু হয়। খলিলের বেসপ্রাইজ ছিল ৫০ লাখ টাকা। প্রাথমিকভাবে দর হাঁকে মুম্বই। তারপর আসরে নামে দিল্লি। সেভাবেই চলতে চলতে খলিলের দাম চার কোটি টাকা পেরিয়ে যায়। মুম্বই ৪.৪ কোটি দাম দেওয়ার পর দ্রুত ৪.৬ কোটি দর হাঁকে দিল্লি ক্যাপিটালস। তারপরই শুরু হয় বিভ্রান্তি।
ভিডিয়োয় দেখা গিয়েছে, ৪.৮ কোটি টাকার জন্য প্যাডেল তুলেছে মুম্বই। পালটা পাঁচ কোটির দর হাঁকে দিল্লি। যদিও প্রাথমিকভাবে মুম্বই যে ৪.৮ কোটি টাকার দর হেঁকেছিল, তা সম্ভবত খেয়াল করেননি নিলামকারী। বরং মুম্বইকে দেখে যখন দিল্লি পাঁচ কোটির দর হাঁকে, তখন নিলামকারীকে বলতে শোনা যায়, ‘আপনারা ইতিমধ্যে ৪.৬ কোটি টাকায় আছেন।’ তারপর মুম্বইয়ের তরফে ৪.৮ কোটি টাকার প্যাডেল তোলা হয়। দিল্লিও পাঁচ কোটি টাকার দর হাঁকে। অর্থাত্ সেখানে মুহূর্তের বিভ্রান্তি তৈরি হলেও কোনও ভুল হয়নি। কিন্তু তারপরই চারু শর্মার বিরুদ্ধে ভুলের অভিযোগ উঠেছে।
সোশ্যাল মিডিয়ার ভিডিয়োয় দেখা গিয়েছে, খলিলের জন্য ৫.২৫ কোটি টাকার দর হেঁকেছে মুম্বই। পালটা ৫.৫ কোটি টাকা হাঁকতে হল দিল্লিকে। সেজন্য প্রাথমিকভাবে প্যাডেলও তুলে দেন দিল্লির কর্তা। যদিও তারপর কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। ক্রিকেট অ্যাডিক্টরের প্রতিবেদন অনুযায়ী, সেখানেই বিভ্রান্ত হয়ে পড়েন চারু। তিনি বলে দেন যে খলিলের জন্য ৫.২৫ কোটি টাকার বিড করেছে দিল্লি। খলিলকে নেওয়ার জন্য মুম্বইকে ৫.৫ কোটি টাকার বিড করতে হবে। অনেকক্ষণ আলোচনার পর মুম্বইয়ের তরফে জানিয়ে দেওয়া হয়, বিড করা হবে না আর। তারপর ৫.২৫ কোটি টাকায় খলিলকে পেয়ে যায় দিল্লি।
যদিও বিষয়টি নিয়ে মুম্বইয়ের তরফে সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি। বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেনি আইপিএল বা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে নেটিজেনদের একাংশ রীতিমতো ক্ষোভপ্রকাশ করেছেন। তাঁদের দাবি, অবিচার হয়েছে মুম্বইয়ের সঙ্গে।
For all the latest Sports News Click Here