বেয়ারস্টোর আউটে না-খুশ ব্রিটিশ প্রধানমন্ত্রী, কাটা ঘায়ে নুন ছেটালেন অজি PM
ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া অ্যাশেজ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ ইতিমধ্যেই শেষ হয়েছে। ম্যাচ জিতে ০-২ ব্যবধানে এগিয়ে রয়েছে অজি বাহিনী। তবে ম্যাচ শেষ হলেও তার রেশ থেকে গিয়েছে। এই ম্যাচের ফলাফলের প্রভাব দুই রাষ্ট্রের শীর্ষ মহলেও পড়েছে। জনি বেয়ারস্টোর আউট মেনে নিতে পারেননি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জাতীয় পুরুষ এবং মহিলা ক্রিকেট দলের জন্য গর্ববোধ করে বিবৃতি দিয়েছেন।
ম্যাচের দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ব্যাট করার সময় ৫২ তম ওভারে বিতর্কিতভাবে আউট হন ইংল্যান্ডের তারকা ব্যাটার জনি। তারপরেই তিনি নিজে এবং সেই সময় মাঠে উপস্থিত অধিনায়ক বেন এইরকম আউটের প্রতিবাদ জানাতে থাকেন। জনি মাথা নাড়াতে নাড়াতে প্যাভিলিয়নের দিকে এগিয়ে যান। অধিনায়ক বেন মাঠে থাকা আম্পায়ারদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন। এই ঘটনায় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বেয়ারস্টোর আউটের নিন্দা করেছেন। ঋষি সুনাকের মুখপাত্র জানিয়েছেন, ‘বেন স্টোকসের সঙ্গে প্রধানমন্ত্রী ঋষি সুনাক সহমত। এই ম্যাচে ভিনতার সেরা খেলাটা দেওয়ার চেষ্টা করেছে। একই সঙ্গে মনে করা হচ্ছে ইংল্যান্ড খুব তাড়াতাড়ি লড়াইয়ে ফিরে আসবে।’
ঋষি সুনাক অবশ্য এমসিসি সদস্যদের অজি ক্রিকেটারদের উদ্দেশ্যে অশ্লীল শব্দ প্রয়োগ করার বিষয়ে বেজায় বিরক্ত। এই বিষয়ে তাঁর মুখপাত্র বলেন, ‘এমসিসি অভিযুক্ত সদস্যদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিয়েছে যা সঠিক সিদ্ধান্ত বলেই মনে করেন প্রধানমন্ত্রী।’
অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ জবাব দিয়েছেন যে তিনি অস্ট্রেলিয়ার পুরুষ ও মহিলা ক্রিকেট দলের জন্য গর্বিত। এই দুই দলই ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের প্রথম দুটি অ্যাশেজ ম্যাচ জিতেছে। তিনি জানান, ‘একই পুরনো অজিরা সব সময় জেতে। আমি বিজয়ীদের স্বাগত জানানোর জন্য অপেক্ষা করে রয়েছি।’
পর পর দুটি ম্যাচ হেরে বেশ চাপে রয়েছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের এই সিরিজে দুটি ম্যাচে পিছিয়ে পড়েছে তারা। আর একটি ম্যাচ হারলেই অ্যাশেজ যাবে অস্ট্রেলিয়ার পকেটে। ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাককালাম বলেন, ‘শেষ পর্যন্ত ওরা একটি নাটক তৈরি করেছে। ওদের এটির সঙ্গেই বাঁচতে হবে। আমরা একটি ভিন্ন নাটক করে জিততে পারতাম। আমি অনুভব করছি যে এটা ওদের উপর প্রভাব ফেলতে পারে। কোচ হিসেবে এমন অনেক সময় আসে যেখানে আবেগ কমাতে হয়। কারণ আবেগের ফলে কোনও ভুল সিদ্ধান্ত নেওয়া হয়ে যেতে পারে। তবে কিছু কিছু সময় এই আবেগকে নিয়ন্ত্রণের থেকে একটু দূরে থাকতে হয়। এই ঘটনা আমাদের ক্রিকেটারদের অনেকটা ত্বরান্তরিত করেছে।’
For all the latest Sports News Click Here