‘বেবি’ সুহানার দ্য আর্চিস-এর ট্রেলার দেখে ‘গদগদ’ শাহরুখ, ফাদার্স ডে-তে লিখলেন…
ফাদার্স ডে-র দিন সবচেয়ে বড় উপহার পেলেন শাহরুখ খান। প্রকাশ্যে সুহানা খানের আসন্ন বলিউড সিনেমা দ্য আর্চিস-এর ট্রেলার। আর একজন গর্বিত বাবা হিসেবে কিং খান যা শেয়ার করে নিলেন সামাজিক মাধ্যমে। প্রসঙ্গত, জোয়া আখতারের দ্য আর্চিস- এ প্রথমবারের মতো অভিনেত্রী হিসেবে দেখা যাবে সুহানাকে। সাও পাওলোতে নেটফ্লিক্স টুডাম ইভেন্টে ছবিটির টিজার উন্মোচন করা হয়েছে।
ফাদার্স ডে-র দিন শাহরুখ টুইট করলেন, ‘ফাদার্স ডে-র দিন আমার শিশুর জন্য শুভকামনা… সব শিশুদের… এবং টাইগার বেবি… দ্য আর্চিস-এর জন্য।’ সিনেমার ট্রেলারটিও শেয়ার করে নেন তিনি।
কিং খানের এই টুইট মন কেড়ে নিয়েছে তাঁর অনুরাগীদের। জবাবে শাহরুখকে ‘বাবা দিবসের’ শুভেচ্ছা জানালেন ভক্তরা। একজন লিখলেন, ‘তুমি তোমার সন্তানদের সবচেয়ে বড় সাপোর্টার। যেভাবে সুহানা আর আরিয়ানদের পাশে থাকো, ওদের প্রশংসা করো, তা প্রশংসার যোগ্য। এটা অনেক বাবা-মায়েরই শেখা উচিত।’ আরেকজন লিখলেন, ‘আমাদের বেবি সুহানা এখন হিরোইন। দারুণ অনুভূতি এটা। আপনার জন্য এটাই হয়তো ফাদার্স ডে-র সেরা উপহার।’ তৃতীয়জন লিখলেন, ‘শাহরুখ যেভাবে পরিবারকে নিয়ে গর্ব করে, তা আমি অনেককেই দেখিনি। কী যে ভালো লাগে এইটা’
মাসখানেক আগে যখন মেবিলিন ব্র্যান্ডের মুখ হয়েছিলেন সুহানা তখন শাহরুখ সোশ্যাল মিডিয়ায় তাঁর বেবি গার্লকে নিয়ে লিখেছিলেন, ‘মেবিলিনের জন্য অনেক অভিনন্দন বাচ্চা। কী সুন্দর পোশাক… কী সুন্দরভাবে নিজেকে উপস্থান করলে আর যদি আমাকেও কিছু কৃতিত্ব দেওয়া হয় এত সুন্দরভাবে তোমাকে বড় করার জন্য! লাল পোশাকে আমার ছোট্ট সোনা মা, অনেক ভালোবাসা’।
For all the latest entertainment News Click Here