বেবি বাম্পের ছবি শেয়ার স্বরার, ‘সন্ত্রাসবাদী আসছে’ কটাক্ষ নেটিজেনের
মা হতে চলেছেন স্বরা ভাস্কর। বলি পাড়ার এই অভিনেত্রী চলতি বছরের একদম শুরুতেই বহুদিনের বন্ধু ফাহাদ আহমেদকে আইনি বিয়ে করে রীতিমত সকলকে চমকে দিয়েছিলেন। তারপর রীতিনীতি মেনে সামাজিক বিয়েও করেন তিনি। এরপরই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে তাঁর মা হতে চলার খবর। এবার তিনি তাঁর বেবি বাম্পের সঙ্গে ছবি পোস্ট করলেন। বলা ভালো একটি বুটিকের হয়ে বিজ্ঞাপন শুট করলেন সদ্য, সেটারই টুকরো ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। আর সেখানেই তাঁর আপত্তিকর ভাষায় আক্রমণ করা হয়।
মাতৃত্বকালীন অবস্থা এমনই একটা সময়, যেখানে নানা অসুবিধার মধ্যে পড়তে হয় হবু মাকে। বিশেষ করে পোশাক নিয়ে। তো অনেককেই ঝামেলা পোহাতে হয়। কিন্তু যদি আরামদায়ক পোশাক পাওয়া যায়? এবার ইনস্টাগ্রামে তিনি তেমনই কিছু মাতৃত্বকালীন পোশাকের ছবি শেয়ার করেছেন। জানিয়েছেন সেই পোশাক যেমন স্বস্তিদায়ক তেমনই ফ্যাশনেবল।
তবে কেবল পোশাক নয়, স্বরাকে দেখে বেশ বোঝা গেল তিনি এই সময়টা দারুণ ভাবে উপভোগ করছেন। বেবি বাম্প শো করছেন। তাঁর এই পোস্টে যেমন অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন তেমন অনেকেই কটাক্ষ করেছেন।
এক ব্যক্তি তাঁর উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে লেখেন, ‘কে আসছে কানহাইয়া কুমার? নাকি উমর?’ আরেক ব্যক্তি লেখেন, ‘সন্ত্রাসবাদী আসতে চলেছে।’ ‘ঔরঙ্গজেব আসছে’ বলেও কটাক্ষ করেন একজন।
তবে অনেকে অবশ্যই ভালো ভালো কথাও লিখেছেন। এক ব্যক্তি লেখেন, ‘অনেক শুভেচ্ছা নিও।’ আরেকজন লেখেন, ‘ম্যাম ওর নাম ইব্রাহিম রাখবেন প্লিজ।’
প্রসঙ্গত ২০২৩ এর শুরুতে বিয়ে সারার পর জুন মাসে সন্তান আসার খবর ভাগ করেন স্বরা। লেখেন, ‘কখনও কখনও তোমার সব প্রার্থনার উত্তর ভগবান একসঙ্গে দেন। কৃতজ্ঞ, খুশি, উচ্ছ্বসিত। আমরা একসঙ্গে নতুন জগতে পা রাখলাম।’ তাঁর সেই পোস্টে তিনি তাঁর বেটার হাফ ফাহাদ আহমেদের সঙ্গে ধরা দিয়েছিলেন।
For all the latest entertainment News Click Here