বেনারসে শ্যুটিংয়ের সময় টিফিনের ব্যবস্থা করেছিলেন গজরাজ, উনি টাকাও নেননি: নীনা
‘বাধাই হো’ ও ‘শুভ মঙ্গল জিয়াদা সাবধান’-এর দৌলতে নীনা গুপ্তা ও গজরাজ রাওয়ের জুটি বেশ জনপ্রিয়। সম্প্রতি, একটি জনপ্রিয় পোর্টালের আলাপচারিতায় অংশ নিয়েছিলেন গজরাজ। সেই সাক্ষাৎকারেই তাঁর উদ্দেশ্যে ফোনে বিশেষ বার্তা পাঠান নীনা। জানান, গজরাজের সঙ্গে তাঁর বন্ধুত্বের কথা বলেন।
রিলের স্বামী ও রিয়ের বন্ধু গজরাজের জন্য কী বার্তা দিয়েছিলেন নীনা?
নীনা গুপ্তা বলেন, ‘গজরাজ রাও জি আমি তোমাকে ভালোবাসি। তোমাকে সত্যিই ভালবাসি। আমার মনে আছে মে মাসের শুরুতে যখন আমরা ’বাধাই হো’ শুরু করি, তখন তিনি অল্প বিস্তরই কথা বলেছিলেন, কারণ, আমরা একে অপরকে তার আগে পর্যন্ত চিনতাম না। তার আগে কখনও আমাদের একে অপরের সঙ্গে দেখা হয়নি। শ্যুটিং শুরুর ২ দিন পরে সবকিছুই আবার ঠিকঠাক হয়ে যায়। আমার বেশ মনে আছে, পরবর্তী সময়ে আমরা যখন ‘শুভ মঙ্গল জ্যাদা সাবধান’-এর শ্যুটিং করেছিলাম, সেটার শ্যুটিং হচ্ছিল বেনারসে। সেখানেও আমার সঙ্গে গজরাজ জি ছিলেন। বেনারসে আমি হোটেলের খাবার খেতে চায়নি, দেখলাম গজরাজ রাও কোনও এক জায়গা থেকে টিফিনের ব্যবস্থা করেছিলেন, আমি বললাম আমারও চাই। তখন উনি আমার জন্য টিফিনের ব্যবস্থা করেন। পরে যদিও উনি টাকাও নেননি।’ একথা বলেই হেসে ফেলেন নীনা।
আরও পড়ুন-বারাণসীতে গিয়ে শাল দিয়ে শরীর ঢাকলেন দিশা, অবাক নেটপাড়া বলছে ‘এতো অলৌকিক’!
আরও পড়ুন-যশ চোপড়ার সঙ্গে বিয়ের পরও মুমতাজের সঙ্গে স্বামীর প্রেমের গুঞ্জন শুনেছিলেন পামেলা, তারপর?
নীনা আরও বলেন, ‘আমরা হয়ত নিয়মিত দেখা করি না, কিন্তু আমরা জানি আমরা একে অপরের জন্য পাশে আছি। এই দুটো ছবির পর থেকে আমাদের কেউ একসঙ্গে কাজই দেননি। কারণ, সকলের মনে আমাদের জুটি পর্দার স্বামী-স্ত্রী হিসাবেই রয়ে গিয়েছে। একসঙ্গে আর কোনও কাজ পাচ্ছি না, সেটা যেমন খারাপ লাগার জায়গা, তেমনই আবার সেটা ভালো লাগার জায়গাও বটে।’
নীনা গুপ্তার এই ফোন বার্তা শোনার পর গজরাজ রাও নীনার প্রশংসা করেন। বলেন উনি
ঠিকই বলছেন। আমরা আসলে যে বয়সে পৌঁছেছি, সকলেই নিজ নিজ দায়িত্বে ব্যস্ত। তবে যখন দেখা হয়, আমাদের সম্পর্কে সেই একই উষ্ণতা থাকে।
For all the latest entertainment News Click Here