বেধড়ক মার খেয়েও সূর্যকুমারকে ভারতের সেরা T20 ক্রিকেটার মেনে নিতে রাজি নন সাউদি
ব্যাট হাতে গত টি-২০ বিশ্বকাপ মাতিয়েছেন সূর্কুমার যাদব। ধ্বংসাত্মক সেই ফর্ম তিনি বজায় রেখেছেন চলতি নিউজিল্যান্ড সফরেও। বে ওভালে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে সূর্যকুমার একার হাতে ধ্বংস করেছেন নিউজিল্যান্ডকে। ১১টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৫১ বলে অপরাজিত ১১১ রানের ইনিংসে কিউয়ি বোলারদের ছারখার করেন ভারতীয় তারকা।
তার পরেও অবশ্য টিম সাউদি সূর্যকুমারকে ভারতের সেরা টি-২০ ব্যাটসম্যান বলে মেনে নিতে রাজি হলেন না। নিউজিল্যান্ডের অভিজ্ঞ তারকার দাবি, ভারতের সেরা টি-২০ ব্যাটসম্যান হয়ে উঠতে হলে সূর্যকুমারকে এখনও অনেক ধারাবাহিকতা দেখা হবে।
টি-২০ ক্রিকেটে যে সব ভারতীয় ব্যাটসম্যানদের বল করেছেন, তাঁদের মধ্যে সূর্যকুমারই সেরা কিনা এমন প্রশ্ন করা হয় সাউদিকে। জবাবে কিউয়ি তারকা বলেন, ‘ভারত থেকে বেশ কিছু অসাধারণ টি-২০ ক্রিকেটার উঠে এসেছে। দারুণ সব ক্রিকেটার রয়েছে ভারতীয় দলে। সূর্যকুমারের গত ১২ মাস দুর্দান্ত কেটেছে। এই সময়ের মধ্যে ও যে ধরণের ক্রিকেট খেলেছে, সেটাকে বজায় রাখতে হবে ওকে।’
আরও পড়ুন:- IND vs NZ 2nd T20I: চোখ ধাঁধাল সূর্যের জৌলুস, আড়ালে থেকেই সর্বকালের সেরার রেকর্ড গড়লেন দীপক হুডা
সাউদি আরও বলেন, ‘শুধু টি-২০ ফর্ম্যাটেই নয়, ভারত সব ফর্ম্যাটেই অসাধারণ সব ক্রিকেটার উপহার দিয়েছে। এমন অনেক ক্রিকেটার রয়েছে, যারা ভারতের হয়ে দীর্ঘদিন ক্রিকেট খেলেছে এবং অনেক কিছু অর্জন করেছে।’
শেষে সাউদি যোগ করেন, ‘ও (সূর্যকুমার) এমন একজন ক্রিকেটার, যে বিভিন্নরকমভাবে বল মারতে পারে। আইপিএল এবং আন্তর্জাতিক ক্রিকেটে গত ১২ মাসে ও দারুণ ফর্মে রয়েছে। আজ (রবিবার) ও দুরন্ত একটা ইনিংস উপহার দিল।’
আরও পড়ুন:- IND vs NZ T20: সূর্য ঝড়ে তছনছ হওয়ার পরেই ক্যাপ্টেন বদলাতে বাধ্য হল নিউজিল্যান্ড
উল্লেখ্য, সূর্যকুমার যাদব ভারতের হয়ে এখনও পর্যন্ত মোট ৪১টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচের ৩৯টি ইনিংসে ব্যাট করতে নেমেছেন। ৪৫.০০ গড়ে তিনি ১৩৯৫ রান সংগ্রহ করেছেন। হাফ-সেঞ্চুরি করেছেন ১২টি। সেঞ্চুরি করেছেন ২টি। চলতি বছরে ইতিমধ্যেই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এক হাজার রানের মাইলস্টোন টপকে গিয়েছেন তিনি। ভারতের প্রথম ও রিজওয়ানের পরে বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এমন কৃতিত্ব অর্জন করেছেন সূর্যকুমার। আপাতত আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের সেরা টি-২০ ব্যাটসম্যান তিনি।
For all the latest Sports News Click Here