বেধড়ক মার ইংল্যান্ডের, টেস্ট অভিষেকেই চরম লজ্জার নজির পাকিস্তানের বোলারের!
অভিষেক টেস্টেই চরম লজ্জার মুখে পড়লেন পাকিস্তানের জাহিদ মেহমুদ। রাওয়ালপিণ্ডিতে ৩৩ ওভারে ২৩৫ রান খরচ করেন লেগস্পিনার। সেই ভয়ঙ্কর বোলিং পারফরম্যান্সের কারণে টেস্ট অভিষেকে এক ইনিংসে সর্বোচ্চ রান দেওয়ার লজ্জার মুখে পড়লেন পাকিস্তানের মেহমুদ।
রাওয়ালপিণ্ডিতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে মেহমুদকে ৩৩ ওভার বল করার সুযোগ দেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। কিন্তু ইংল্যান্ডের ব্যাটারদের সামনে কোনওরকম চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেননি। বেধড়ক মার খান। মাত্র একটি ওভার মেডেন দেন। সবমিলিয়ে ৩৩ ওভারে ২৩৫ রান দেন। অর্থাৎ ওভারপিছু ৭.১২ খরচ করেন পাকিস্তানের লেগস্পিনার।
আরও পড়ুন: ৪,৪,৪,৪,৪,৪: পাক স্পিনারের ১ ওভারে ৬টি বাউন্ডারি হ্যারির, এটা নাকি টেস্ট ক্রিকেট! ভিডিয়ো
সেই ধাক্কার মধ্যে উইকেটের স্তম্ভ দেখে কিছুটা স্বস্তি পাবেন মেহমুদ। চারটি উইকেট নেন তিনি। ইংল্যান্ডের ইনিংসের প্রথম উইকেট নেন। ভাঙেন ২৩৩ রানের জুটি। বেন ডাকেটকে প্রথমে আউট করেন। তারপর ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট, ওলি রবিনসন এবং জেমস অ্যান্ডারসনকেও ড্রেসিংরুমে ফেরত পাঠান পাকিস্তানের লেগস্পিনার।
টেস্ট অভিষেকে এক ইনিংসে সর্বোচ্চ রান দেওয়ার তালিকা
- জাহিদ মেহমুদ বনাম ইংল্যান্ড: ২৩৫ রান, ২০২২ সাল।
- সুরজ রণদিভ (শ্রীলঙ্কা) বনাম ভারত: ২২২ রান, ২০১০ সাল।
- জেসন ক্রেজা (অস্ট্রেলিয়া) বনাম ভারত: ২১৫ রান, ২০০৮ সাল।
- ওমারি ব্যাঙ্কস (ওয়েস্ট ইন্ডিজ) বনাম অস্ট্রেলিয়া: ২০৪ রান, ২০০৩ সাল।
- নীলেশ কুলকার্নি (ভারত) বনাম শ্রীলঙ্কা: ১৯৫ রান, ১৯৯৭ সাল।
আরও পড়ুন: ৬,৪,৪,৪,৬,৩: ছয় বলে ৬টি চার মেরেও মন ভরেনি, এবার টেস্টের এক ওভারে ২৭ তুললেন হ্যারি ব্রুক
তবে শুধু মেহমুদ নন, ইংল্যান্ডের ব্যাটারদের হাত থেকে রেহাই পাননি পাকিস্তানের কোনও বোলারই। ২৪ ওভারে ১৪০ রান দেন নাসিম শাহ। তিনটি উইকেট নেন তিনি। সমসংখ্যক ওভারে ১২৪ রান দেন মহম্মদ আলি। দুটি উইকেট তোলেন তিনি। ১৩ ওভারে ৭৮ রান দেন হ্যারিস রউফ। এক উইকেট নেন পাকিস্তানের তারকা পেসার।
পাকিস্তান বনাম ইংল্যান্ড
রাওয়ালপিণ্ডিতে প্রথম ইনিংসে ১০১ ওভারে ৬৫৭ রান তোলে ইংল্যান্ড। অর্থাৎ রানরেট ছিল ৬.৫। যা স্রেফ অবিশ্বাস্য। শতরান করেন জ্যাক ক্রলি (১২২ রান), ডাকেট (১০৭ রান), ওলি পোপ (১০৭ রান) এবং হ্যারি ব্রুক (১৫৩ রান)। বিধ্বংসী ইনিংস খেলেন বেন স্টোকস। ১৮ বলে ৪১ রান করেন।
For all the latest Sports News Click Here