বেদম মার খাচ্ছেন, তাও সবচেয়ে দামি কারানের উপর আস্থা হারাতে নারাজ পঞ্জাব
শুভব্রত মুখার্জি: চলতি বছরের আইপিএল-এ পঞ্জাব কিংসের হয়ে খেলছেন ইংল্যান্ডের বাঁহাতি পেস বোলিং অলরাউন্ডার স্যাম কারেন। বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে তাঁকে দলে নিয়েছে পঞ্জাব। ফলে স্বাভাবিকভাবেই তাঁর উপর রয়েছে ‘প্রাইস ট্যাগের’ আলাদা চাপ। কিন্তু এখন পর্যন্ত সেই ভাবে পারফরম্যান্স করতে পারেননি স্যাম কারান। ফলে বারবার বিশেষজ্ঞদের তোপের মুখে পড়তে হচ্ছে তাঁকে। এমন আবহে তাঁর পাশে দাঁড়িয়েছেন দলের পেস বোলিং কোচ চার্লস ল্যাঙ্গারভেল্ট। তাঁর মতে স্যাম কারান ম্যাচ উইনার। তাঁকে সবসময় সাপোর্ট করতে হবে।
আরও পড়ুন… MI vs RCB IPL 2023: RCB কে ছয় উইকেটে হারিয়ে টেবিলের আট থেকে তিনে উঠল রোহিতের MI
সোমবার রাতে ইডেন গার্ডেন্সে কেকেআরের বিরুদ্ধে ম্যাচে আন্দ্রে রাসেলের হাতে বেদম পিটুনি খেতে হয়েছে স্যাম কারানকে। কেকেআর ইনিংসের ১৯ তম ওভারে কারানকে তিন তিনটি ছয় মারেন রাসেল। ফলে ম্যাচের শেষ ওভারে জয়ের জন্য কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। শেষ পর্যন্ত ঘরের মাঠে কেকেআর,পঞ্জাবকে পাঁচ উইকেটে হারিয়ে এখনও টিকে থাকল প্লে অফের লড়াইতে।
আরও পড়ুন… রাহুল শর্মার শাশুড়ির চিকিৎসার জন্য গম্ভীরের বড় পদক্ষেপ! গৌতমকে ধোনির প্রিয় ক্রিকেটারের কুর্নিশ
এই ম্যাচ শেষেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার তথা পঞ্জাবের বোলিং কোচ চার্লস ল্যাঙ্গারভেল্ট জানিয়েছেন, ‘ও (স্যাম কারান) একজন ম্যাচ উইনার। ওঁকে ব্যাক করতে হবে। সমর্থন দিতে হবে। আমাদের দলের সিনিয়র বোলার স্যাম। এই রকম একটা খারাপ দিন যেতেই পারে। এমন কিছু বড় বিষয় এটা নয়।’ আইপিএলের ইতিহাসে সর্বাধিক দামি ক্রিকেটার হন স্যাম কারান। ১৮ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয় করে পঞ্জাব তাঁকে দলে নিয়েছিল। কেকেআরের বিরুদ্ধে ম্যাচে কারেন তিন ওভার বোলিং করে ৪৪ রান দেন। চলতি মরশুমে ১১ ম্যাচ খেলে তিনি নিয়েছেন মাত্র ৭টি উইকেট। তাঁর ইকোনমি রেট ১০ এর বেশি।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here