বেটিং,পর্ন, মদ- এই সংস্থাগুলি ভারতীয় দলের মূল স্পনসর হতে পারবে না, জানাল BCCI
ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান স্পনসরশিপের দরপত্র জমা দেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে বিসিসিআই। এর আগে জাতীয় দলের স্পনসর ছিল বাইজুস। সেই স্পনসরশিপের চুক্তি শেষ হয়েছে এই বছরের ৩১ মার্চে। তবে এই দরপত্র আবেদনের ক্ষেত্রে বিসিসিআই কিছু শর্ত রেখেছে। জানিয়ে দিয়েছে কোন সংস্থা আবেদন করতে পারবে না।
বাইজুস ২০১৯ সাল থেকে ভারতীয় জাতীয় পুরুষ দলের প্রধান স্পনসর হিসাবে ছিল। তবে এই বছর মার্চে তাদের চুক্তির মেয়াদ শেষ হয়। ভারতীয় বোর্ড বাইজুসের সঙ্গে আর চুক্তি নবীকরণ করেনি। স্বাভাবিকভাবেই বাইজুসের লোগোটি ক্রিকেটারদের জার্সির সামনে দেওয়া হয়। ক্রিকেটারদের জার্সির বুকের সামনে লোগোর জায়গা করে নিতে তাদের খরচা হয় ৩৫ মিলিয়ন মার্কিন ডলার। এবার এই স্পনসরশিপের চুক্তি শেষ হওয়ায় বিসিসিআই প্রধান স্পনসরশিপের দরপত্র আবেদনের আমন্ত্রণ করেন। তবে বোর্ড কিছু নির্দিষ্ট ব্র্যান্ডকে উল্লেখ করে দিয়েছে যারা বিড করতে পারবেন না।
যে সংস্থাগুলি বিড করতে পারবে না বোর্ডের তরফ থেকে তাদের কথা উল্লেখ করে দেওয়া হয়েছে। সেই সংস্থাগুলি হল, মদ প্রস্তুতকারক সংস্থা, বেটিং, তামাক জাত দ্রব্য সরবরাহকারী সংস্থা, যারা খেলার সরঞ্জাম প্রস্তুত করে সেই রকম সংস্থা, এছাড়াও জনসাধারণকে আঘাত করতে পারে এমন অর্থাৎ পর্নোগ্রাফি সহ এমন কিছু সংস্থা পুরুষ জাতীয় দলের স্পনসরশিপের জন্য আবেদন করতে পারবে না।
এই বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে একদিনের বিশ্বকাপ। সেখানে ভারতের জার্সিতে জায়গা পেতে অনেক সংস্থাই বিড করতে চায়। তবে বোর্ড নতুন কিট স্পনসর হিসেবে গত মাসে অ্যাডিডাসের চুক্তিবদ্ধ হয়েছে। তবে এই বিড পত্র জমা দিতে হলে পাঁচ লক্ষ টাকা দিতে হবে। যা জিএসটি হিসাবে নেওয়া হচ্ছে। আইটিটি এই বছরের ২৬ শে জুন পর্যন্ত চুক্তি রয়েছে। বিসিসিআই জানিয়েছে, জাতীয় দলের টাইটেল স্পনসর হিসাবে আমন্ত্রণ জানিয়েছে স্বনামধন্য সংস্থাগুলিকে। আগ্রহী সংস্থা যারা বিড জমা দিতে ইচ্ছুক তাদরকে আইটিটি ক্রয় করতে হবে।
বিসিসিআইয় সচিব জয় শাহ বুধবার একটি বিজ্ঞপ্তিতে বলেন, ‘আইটিটিতে নির্ধারিত যোগ্যতা এবং যেসব শর্ত রয়েছে সেই শর্তগুলি যারা পূরণ করতে পারবে তারাই বিড করার যোগ্য হবে। তবে শুধুমাত্র আইটিটি কেনার জন্য কোনও সংস্থাকে বিডের যোগ্য অধিকার দেওয়া হবে না।’
For all the latest Sports News Click Here